১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিজেদের পরখ করার মিশনে বাংলাদেশ

৪র্থ টি-২০ আজ
-

তৃতীয় ম্যাচে জয়ী হয়ে সংক্ষিপ্ত ভার্সনে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩টির মধ্যে ১৬তম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে মাত্র ৭টিতে পরাজিত হয়েছে টাইগাররা। এ ছাড়া রয়েছে বিশ্বকাপ স্কোয়াডে নাম লিখানোর স্বপ্ন। কয়েকজন অটোচয়েজ ছাড়া অন্যরা পুরোপুরি নির্ভার নয়। এমনকি কাঠগড়ায় লিটন দাসও। ধারাবাহিক ব্যর্থতায় নির্বাচকদের অস্বস্তিতে ফেলেছেন। তিনি নিজেও স্বীকার করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের তিনটিতে জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে। চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকা পর্বে মিরপুর শেরেবাংলায় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে চতুর্থ ম্যাচটি। ৪-০ তে এগিয়ে থাকতে নিজেদের পরখ করবে টাইগাররা। আর জিম্বাবুয়ে তো চাইবেই ম্যাচ জিতে ব্যবধান কমানোর।
১৮ মাস পর সাইফউদ্দিনের ফেরা চমক হয়েই থাকল। পেস বিভাগকে নেতৃত্ব দেয়া তাসকিনও হয়ে রইলেন দলের অন্যতম দাবিদার। পেসার শরিফুলের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান। যার নতুন করে পরিক্ষা দেয়ার কিছু নেই। আইপিএলের বার্তাটা কিংবা অভিজ্ঞতাটা জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলতে নেমে কিভাবে দেবেন সেটি দেখতেই উৎসুক লাখো কোটি দর্শক-ভক্তরা। অলরাউন্ডার সাকিব ফিরেছেন। বিশ্বকাপের আগে তার ব্যাট কিভাবে জবাব দিবে তা কেবল তিনিই বলতে পারেন। সাকিবের অতীত পরিসংখ্যানে দেখা যায়, যখনই তাকে নিয়ে আলোচনার ঝড় বয়, তখনই তিনি চমৎকার একটি ইনিংস উপহার দেন। এবারো সে রকম আশা নিন্দুক কিংবা ভক্তদের। সৌম্যকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভালো একটি ইনিংস উপহার দিলে নতুন করে ভাবতে হবে নির্বাচকদের।

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সাকিব, মোস্তাফিজুর, সৌম্য দলে ফেরায় আরো বেশি শক্তিশালী হয়েছে বাংলাদেশ। ব্যাটাররা এ পর্যন্ত নিজেদের সেরাটা দিতে না পারলেও সিরিজ জিতেছে বাংলাদেশ। যা থেকে স্পষ্টতই বুঝা যাচ্ছে শক্তির বিচারে টাইগারদের সাথে সমান অবস্থানে নেই জিম্বাবুয়ে। সিরিজ জয় নিশ্চিত হলেও চতুর্থ ম্যাচ নিয়ে বাংলাদেশ সতর্ক বলে জানালেন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে মোটেই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় টাইগাররা। তার মতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তাদেরকে কোনো কৃতিত্ব দেবে না; কিন্তু হারলে গেলে সমালোচনা শুনতে হবে। ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না। আমরা জিতলে কোনো কৃতিত্ব পাবো না; কিন্তু হারলে সবাই বলবে জিম্বাবুয়ের কাছে হেরেছে এবং সমালোচনা করা হবে।’
তাসকিন জানান, দলের মূল লক্ষ্য টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়া। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমর যেখানেই খেলি না কেন আমাদের কাজ হলো নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করা। কিন্তু আপনাকে বুঝতে হবে- কন্ডিশন, প্রতিপক্ষ, কোন দলের বিপক্ষে খেলছি, কোথায় খেলছি, কি কি বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। খেলোয়াড় হিসেবে সেরাটা দিয়ে থাকি। এমনকি ডিপিএলেও যখন খেলি, ভালো খেলার চেষ্টা করি।’

তিনি আরো বলেন, ‘মূল লক্ষ্য হলো বিশ্বকাপ। আমরা যদি অন্তত পাঁচ শতাংশও উন্নতি করতে পারি, সেটি আমাদের জন্য অনেক বড় বিষয়। আমাদের ভালো শুরু করতে হবে। বিশ্বকাপে আমরা কিভাবে ভালো খেলতে পারি সেদিকেই সবার মনোযোগ। এমন লক্ষ্য নিয়েই আমরা কঠোর অনুশীলন করছি এবং জিম্বাবুয়ের বিপক্ষে তা প্রয়োগ করছি।’
এই সিরিজকে যখন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে, তখন প্রশ্ন উঠেছে- জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে কিভাবে উপকৃত হবে বাংলাদেশ। এ ছাড়া আধুনিক যুগের টি-২০ বিবেচনায় বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা ফুটে উঠেছে। এমনকি জিম্বাবুয়ের মতো মাঝারি মানের বোলিংয়ের বিপক্ষেও ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেনি তারা। তাসকিন বলেন, ‘টি-২০ ক্রিকেটের ক্ষেত্রে কন্ডিশন গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উইকেট এমন নয়, আপনি ক্রিজে গিয়ে প্রথম বল থেকেই বোলারদের ওপর আক্রমণাত্মক খেলবেন। আমাদের উইকেট বেশি স্কোর করার মতো নয়। কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রে উন্নতির চেষ্টা করছি।’
প্রথম ম্যাচে ৮ উইকেটে এবং দ্বিতীয়টিতে ছয় উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৫ রান করে টাইগাররা। জবাবে ৯ উইকেটে ১৫৬ রান করে ৯ রানে ম্যাচ হারে জিম্বাবুয়ে। প্রথম তিন ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাসকিন। তিন ম্যাচে ছয় উইকেট নেন এবং কোনো ম্যাচেই চার ওভারে ২১ রানের বেশি দেননি তিনি।


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক

সকল