ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটেনের মন্ত্রী আসছেন
- কূটনৈতিক প্রতিবেদক
- ০৭ মে ২০২৪, ০১:০৫
ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটেনের মন্ত্রী অ্যানা-মারি ট্রিভিলিন দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। এ সফরে নিরাপত্তা, অর্থনৈতিক সংস্কার, অভিবাসনসহ দ্বিপক্ষীয় অগ্রাধিকার ইস্যুগুলো প্রাধান্য পাবে।
দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে দ্বিতীয় সফরে ট্রিভিলিন দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
ব্রিটিশ মন্ত্রী ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক করবেন। এতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রতি সমর্থন এবং অভিবাসন নিয়ে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হবে।
ব্রিটিশ মন্ত্রী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। এতে তিনি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য গণতন্ত্র ও মানবাধিকারের ওপর গুরুত্বারোপ করবেন।
ট্রিভিলিন যুবসমাজের ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য নাজুক জনগোষ্ঠীর জন্য ব্রিটেনের নতুন সহায়তা ঘোষণা করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা