১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৭ মে পর্যন্ত হজের ভিসা আবেদনের সময় বাড়ল

-

হজের ভিসা আবেদনের সময় বাড়িয়েছে সৌদি সরকার। চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারীরা আগামী সাত মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। এর আগে ২৯ এপ্রিল পর্যন্ত ভিসা করার শেষ সময় দেয়া হয়েছিল। গতকাল ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা: আবু তাহিরের সই করা এক পত্রে বলা হয়, হজযাত্রীরা সময়মতো নিবন্ধন করতে না পারায় ধর্মমন্ত্রী সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কাছে সময় বাড়ানোর জন্য গত ২০ এপ্রিল আবেদন করেন। বাংলাদেশের ধর্মমন্ত্রীসহ বিভিন্ন দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজের ভিসা আবেদনের সময় আগামী সাত মে পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আগামী ৯ মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। এর আগের দিন আট মে চলতি বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে আসেন। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় যান। এবার আরো বেশি মানুষ হজ করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল