কেএনএফ সন্দেহে ছাত্রলীগের সভাপতিসহ ৭ জন কারাগারে
- বান্দরবান প্রতিনিধি
- ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৯
বান্দরবানের রুমা থেকে কেএনএফের সদস্য সন্দেহে নতুন করে আরো ৭ জনকে আটক করা হয়েছে। তাদের রুমায় ব্যাংক ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় বান্দরবান মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করা হলে বিচারক এসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ এ তথ্য জানিয়েছে।
আসামিরা হলেন- লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান বম (৩২), ভান নুন নোয়াম বম (৩৩), লাল মিন বম (৫০) ও ঙান বিয়াক লিয়ান বম (২৩)। এদের মধ্যে ঙান বিয়াক লিয়ান বম বান্দরবান সদর ইউনিয়নের লাইমি পাড়ার বাসিন্দা; বাকিরা রুমা সদর ইউনিয়নের মুনলাই পাড়ার বাসিন্দা। এ ছাড়া আসামি ভান নুন নোয়াম বম ছাত্রলীগের রুমা উপজেলা শাখার সভাপতি। তাকে সোমবার রাতেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এদিকে রুমায় যৌথ বাহিনীর অভিযানের সময় সংঘর্ষে নিহত লালরেমরুয়াত বমের ময়না তদন্তের পর লাশ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কেএনএফ জানিয়েছে, নিহত লালরেমরুয়াত তাদের সংগঠনের সাথে জড়িত নয়। তার নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হানা দিয়ে কেএনএফ সদস্যরা অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। অপহরণ করা হয় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে। এ ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বান্দরবানে অভিযান শুরু করে। যৌথ বাহিনীর এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২২ নারীসহ ৭৮ জনকে গ্রেফতারের খবর জানিয়েছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা