স্ত্রীকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের
- নয়া দিগন্ত ডেস্ক
- ২১ এপ্রিল ২০২৪, ০০:০৫
স্ত্রী বুশরা বিবিকে খাবারের সাথে টয়লেট ক্লিনার মিশিয়ে খাওয়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, টয়লেট ক্লিনার মেশানো ওই খাবার খেয়ে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তার পেটে সংক্রমণ হয়েছে ওই খাবারের কারণে। গতকাল শনিবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামালার শুনানির সময়, ইমরান খান তার স্ত্রীকে বিষ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ করেন। তিনি আদালতকে জানান, বুশরা বিবির খাবারে টয়লেট ক্লিনার মেশানো হয়েছিল, যার ফলে প্রতিদিন তার পেটে জ্বালা অনুভব হয় এবং স্বাস্থ্যের অবনতি হয়।
এদিন ইমরান খান বলেন, শওকত খানম হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা: আসিম ইউসুফ শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে বুশরা বিবির পরীক্ষা করার সুপারিশ করেন। তবে কারা প্রশাসন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে পরীক্ষা পরিচালনার বিষয়ে অনড় ছিল। এ দিকে আদালত ইমরান খানকে শুনানির সময় ‘প্রেস কনফারেন্স’ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন, যার জবাবে ইমরান বলেন তার বিবৃতিগুলো ভুল উদ্ধৃত করা হয়েছে। সেগুলো স্পষ্ট করার জন্য তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা