শাহজালাল বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলী নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৮
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে পড়ে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বাস। এতে মোটরসাইকেল নিয়ে বাসের নিচে চাপা পড়েন সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী। ঘটনাস্থলে মারা যান তিনি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল এভিয়েশনের সিনিয়র সাব- অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী। বিমানবন্দর থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা বাসের নিচে চলে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পোস্টমর্টেমের জন্য মাইদুল ইসলামের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বাসচালক ও সহকারী পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।