আটক কেএনএফ সদস্যদের ৫২ জন দুই দিনের রিমান্ডে
- বান্দরবান প্রতিনিধি
- ১৯ এপ্রিল ২০২৪, ০১:৫১
বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক কেএনএফের ৫৭ জন সদস্যকে গতকাল আদালতে হাজির করা হয়। দুপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাদের আদালতে নিয়ে আসা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদালতে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন চাইলে বিচারক ৫২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে ১৭ জন নারী রয়েছে। পরে আদালত থেকে তাদের কড়া নিরাপত্তায় আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা আক্রমণ চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। অপহরণ করা হয় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে। এ ঘটনায় এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত কেএনএফের সদস্য ও সহযোগীসহ ৫৭ জনকে আটক করে। তাদের সবাইকে বিশেষ নিরাপত্তায় বান্দরবান কারাগারে রাখা হয়েছে। বর্তমানে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসী তৎপরতা দমন ও কেএনএফ সদস্যদের আটকে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা