১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপরাধ-অসহিষ্ণুতা বাড়ছে

২৪ ঘণ্টায় ৬ খুন : সংঘর্ষে হতাহত ৪২ জন
-


পবিত্র রমজান মাসেও দেশে অপরাধপ্রবণতা কমেনি। রাজনৈতিক দ্বন্দ্বের পাশাপাশি সামাজিক অসহিষ্ণুতার কারণে হত্যা-সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় শিক্ষার্থীসহ ছয়জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া স্থানীয় বিরোধ নিয়ে কয়েক স্থানে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হন। এর মধ্যে বগুড়ার কাহালুতে তারাবিহর নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক দাখিল পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতা তুষারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে একজনকে হত্যা ও গুলিবিদ্ধসহ আহত হয় দু’জন। গাজীপুরের পাঁচপীর মাজারসংলগ্ন বাগান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা করা হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়া ছাড়াও পুলিশসহ আহত হয়েছে ১৫ জন। লক্ষ্মীপুরে নিখোঁজ এক অটোচালকের লাশ উদ্ধার হয়েছে। নাটোরের লালপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত হন সাতজন। ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে মসজিদে নামাজের মাসাআলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫।

কাহালুতে দাখিল পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা
বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা জানান, বগুড়ার কাহালুতে মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে। সে এ বছর দুর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, নিজ গ্রামের পাতাঞ্জো জামে মসজিদে তারাবির আট রাকাত নামাজ আদায় করে বাড়ি ফিরছিল রেদোয়ান। এই সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে যায়। রাত ১০টার দিকে নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম (১৭), আবু হাসান (২১), হৃদয় (১৩) ও রিদয়কে (১৫) পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।

ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইফ আহমেদ তুষারকে (২৮) কুপিয়ে হত্যা করেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোলাপনগর বাজারের পাশে চমন ডাক্তারের বাড়িসংলগ্ন স্থানে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে তুষারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার সময় তার মৃত্যু হয়। তিনি গোলাপনগর কদমতলা গ্রামের মোহাম্মদ রবিউল ইসলামের ছেলে। এ দিকে জাসদ ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

চকরিয়ায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে হতাহত ৩
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের টুটিয়াপাড়া রাস্তায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে একজনকে হাত, অন্যজনের পা বিছিন্ন এবং অপর একজনকে গুলি করার ঘটনা ঘটেছে। এর মধ্যে পা কাটা মোহাম্মদ রিয়াদ (৩০) মারা গেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বদরখালী ইউনিয়নে একটি সংবদ্ধচক্র মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাদের মাঝে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে এ ঘটনা ঘটে। ঘটনার রাত ১১টার দিকে মোটরসাইকেল করে জিদান আল নাহিয়ানসহ (২৫) তিনজন বদরখালী বাজার থেকে যাওয়ার পথে টুটিয়াখালী রাস্তায় প্রতিপক্ষ গুলি করে। এ সময় তারা রাস্তায় পড়ে গেলে প্রতিপক্ষ একদল ছিনতাইকারীরা এসে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে গুরুতর আহত করে। আহতরা হলেন বদরখালী ইউনিয়নের মাগনাপাড়ার ফরিদুল ইসলাম ছেলে মোহাম্মদ রিয়াদ (৩০), টুটিয়াখালী পাড়ার আবদুল জলিলের ছেলে মোহাম্মদ ছোটন (৩২) ও গুলিবিদ্ধ জিদান (২৫)। লোকজন মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রিয়াদ রাত ৩টার দিকে চট্টগ্রাম হাসপাতালে মারা যায়। অন্য দু’জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে চিকিৎসক জানান।

গাজীপুরে নারীর লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের পাঁচপীর মাজার সংলগ্ন আম বাগান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৭ বছর বয়সের ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকার ওই বাগান থেকে লাশ উদ্ধার হয়। জয়দেবপুর থানার ওসি মো: ইব্রাহিম খলিল জানান, শনিবার সকালে সদর উপজেলার পাঁচপীর মাজার সংলগ্ন বাগানে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তার পরনে হলুদের মধ্যে সবুজ রঙের প্রিন্টের ম্যাক্সি ও সবুজ রঙের ছায়া রয়েছে। লাশের পাশ থেকে একটি রক্তমাখা চাকু, কালো রঙের একটি বোরকা, বাদামি রঙের ভ্যানিটি ব্যাগ ও একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। ওসি আরো জানান, নিহতের গলায় দু’টি গভীর ক্ষত এবং গোপনাঙ্গে রুমাল ঢুকানো রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার সকালের আগে কোনো সময় তাকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

মহাদেবপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, মহাদেবপুরে অটোরিকশা চুরির অভিযোগে আরমান সাকিদার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলা সদরের পাইকারি কাঁচা বাজারে। নিহত আরমান সাকিদার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়খলি খাঁপাড়ার আমজাদ সাকিদারের ছেলে।
জানা যায়, এদিন সকালে কাঁচা বাজার থেকে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে পিঠমোড়া করে হাত বেঁধে বেদম মারপিট করে। একপর্যায়ে হাঁটের ইজারাদারের লোকজন হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে তাদের অফিসকক্ষে আটকে রাখে। বলা হয়, এর কিছুক্ষণের মধ্যেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে থানা পুলিশ। এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে প্রকৃত ঘটনাকে আড়াল করতে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে।

অষ্টগ্রামে সংঘর্ষে একজন নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পুলিশসহ অন্তত ১৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাহপুর গ্রামে। নিহতের নাম এক্তার মিয়া (৫০)। তিনি ওই গ্রামের ছমেদ আলীর ছেলে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছাড়াও কয়েক দিন আগে দুই পক্ষের দুই প্রবাসীর টাকা নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে অনেকেই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটও ভাঙচুর করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সংঘর্ষের সময় উভয় পক্ষ রামদা, ছুরি, বল্লম, লোহার রড ও লাঠিসোটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে এক্তার মিয়াকে এসব অস্ত্রের কোনো একটি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অষ্টগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, সম্প্রতি ইতালিতে দুজনের ঝগড়ার জেরে দেশের বাড়িতে এই সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একজন পুলিশও আহত হয়।

লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে নিখোঁজের ৫ দিন পর ফজল করিম (৬৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের ২ নং ওয়ার্ডস্থ আমজাদ পাটওয়ারী সড়কের একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ফজল করিম ওই সড়কের কাদির বক্স হাওলাদার বাড়ির মৃত দরবেশ মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার বিকেলে ডেটল কেনার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ফজল অসুস্থ ও মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

লালপুরে সংঘর্ষে নিহত ১
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে কামরুল ইসলাম (৪০)। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ঘাস কাটাকে কেন্দ্র দুই চাচাতো ভাইয়ের বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। পরে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কামরুলকে রাজশাহী পাঠানো হয়। গতকাল সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুল মারা যান।

আশুগঞ্জে পুলিশসহ আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার আশুগঞ্জে মসজিদের ভিতরে নামাজের মাসাআলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরচারতলা মোল্লা বাড়ি ও কিছকি বাড়ি গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরচারতলা উত্তরপাড়া জামে মসজিদে মোল্লা বাড়ির নেতা মাওলানা মহিউদ্দিন মোল্লা ইমামতি করেন। শুক্রবার ইশা ও তারাবিহ নামাজ শেষে মসজিদের মুসল্লি কিছকি বাড়ির নেতা ঠিকাদার শফিকুর রহমান ইমাম সাহেবের অনুমতি নিয়ে নামাজের কিছু মাসআলা নিয়ে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করেন। এতে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নামাজ শেষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানায়, চরচারতলা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন মোল্লা স্থানীয় একটি আলিম মাদরাসার অধ্যক্ষ। মাদারাসাটির নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মসজিদের মাসআলা সংক্রান্ত বিষয়টি একটি অজুহাত মাত্র।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ জানান, সংঘর্ষ বাধার সাথে সাথেই পুলিশ উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে পুলিশ প্রায় ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় অফিসারসহ ৩ জন পুলিশ আহত হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল