চীন স্টেটে কেএনএফ কেন বিদ্রোহ করল খতিয়ে দেখা হচ্ছে : কাদের
মিজোরামের সাথে কেএনএফের সম্পর্ক আছে কি না জানি না- নিজস্ব প্রতিবেদক
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
চীন স্টেটে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কেন বিদ্রোহ করল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে। এখানে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই। চীন ও ভারত সীমান্তের কাছে চীন স্টেট নামে একটা স্টেট আছে। ওখানে কেএনএফের একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। তাদের সাথে আগে আলোচনা হলেও কেন তারা বিদ্রোহ করল তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে যৌথ অভিযান চলছে। যদি বাইরের কারো সাপোর্ট থাকে যেমন ইউপিডিএফ, সন্তু লারমার জনসংহতি সমিতি, তাহলে আলাদা কথা। এই ক্ষুদ্র বিচ্ছিন্ন গোষ্ঠীকে কে সমর্থন দেবে? সংক্ষুব্ধ হয়ে তারা এটি করতে পারে।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাসেক দুই প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেলওভারপাস, সাতটি ওভারপাস ও একটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এদিন একইসাথে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সব লেনে ইলেকট্রনিক টোল কালেকশন-ইটিসি কার্যক্রম চালুসহ মেঘনা সেতু টোল প্লাজা-২ এর উদ্বোধন করেন তিনি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মিজোরামের সাথে সম্পর্ক আছে কিনা ঠিক জানি না। সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন এদের মদদ দিবে এটা আমরা মনে করি না। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ঘটনায় যৌথ অভিযান চলছে, সরকারও কঠোর অবস্থানে আছে, অচিরেই সমাধান হয়ে যাবে।
এ সময় ঈদযাত্রা স্বস্তি দায়ক হবে মহাসড়কে কোনো প্রকার যানজট থাকবে না- উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গতবারের মতো এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হবে। সড়কে গাড়ি চাপ আছে, তবে যানজট থাকবে না।
এ দিকে মতিঝিলে আওয়ামী যুবলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে বিএনপির মাথাব্যথার কোনো কারণ নেই বলে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এ দেশের নেতৃত্ব যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে তত দিন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ থাকবে।
বিএনপি নেতাদের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য- দেশে ভয়াবহ এক অবস্থা বিরাজ করছে। কোথায়? একটা লোকও না খেয়ে মরেছে? কষ্ট আছে, সঙ্কট আছে? ভয়াবহ কোনো সঙ্কট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আশা করি শেখ হাসিনার নেতৃত্বে এ সঙ্কট কেটে যাবে। তিনি বলেন, শেখ হাসিনা কত মানবিক নেতা হলে আওয়ামী লীগকে ইফতার পার্টি না করে ইফতারসামগ্রী গরিবের মধ্যে বিতরণ করে দিতে বলেছেন। বিএনপি-জামায়াত একসাথে ইফতার পার্টি করে সেখানে আওয়ামী লীগের গিবত করে। এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের নিরাপত্তা গিলে খাবে। এরা গোটা বাংলাদেশকেই গিলে খাবে। তাদের ব্যাপারে সতর্ক থাকবেন।
অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।
মেঘনা সেতুর বুথ উদ্বোধন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, মহাসড়ক যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতুর টোল প্লাজার ছয়টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায় বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই টোল প্লাজার টোল আদায় বুথ উদ্বোধন করেন সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মেঘনা সেতুর দ্বিতীয় টোলপ্লাজা উদ্বোধনের ফলে মোট ১২টি টোল বুথ চালু করা হলো।
ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই। মহাসড়কে যানজট নিরসনে নানা ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিআরটিএ থেকেও বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে, যা সবাই জানে। যাত্রীদের সুবিধার্থে ইটিসি ব্যবস্থা চালু করা হয়েছে।
ইটিসির (ইলেকট্রনিক টোল কালেকশন) সার্বিক তত্ত্বাবধানে থাকা রেগনাম রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন জনি বলেন, এ পদ্ধতি চালু হওয়ায় দ্রুত মাত্র ৩ সেকেন্ডে যানবাহন থেকে টোল আদায় করা যাবে। অ্যানালগ (সাবেকি) পদ্ধতিতে টোল দিতে গিয়ে যানবাহনের অনেক সময় অপচয় হতো। এ পদ্ধতিতে সেই সময়ের সাশ্রয় হবে। এতে মেঘনা টোল প্লাজায় যানজট সৃষ্টির আশঙ্কাও থাকবে না। বর্তমানে যে সব যানবাহন ইটিসি লেন পদ্ধতি ব্যবহার করবে তাদের জন্য ১০% ছাড় দেয়া হয়েছে।
সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন, ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে মেঘনা সেতুতে আরো ছয়টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ চালু করা হয়েছে। এই সেতুতে সব টোল কালেকশন (ইটিসি) আওতায় রয়েছে। এর ফলে এবারের ঈদযাত্রা নির্বিঘেœ ও যানজটমুক্ত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সবুজ উদ্দিন খান, নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী, হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হকসহ অন্যান্য কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা