জুমাতুল বিদায় মসজিদে মুসল্লিদের ঢল
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
পবিত্র রমজানের শেষ জুমার নামাজে (জুমাতুল বিদা) গতকাল রাজধানীসহ সারা দেশের মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল নামে। কোনো কোনো সড়কে যান চলাচল বন্ধ রেখে জামাত হয়েছে। নামাজ শেষে মুনাজাতে মুসল্লিরা মহান আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করেন।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খুতবায় খতিব মুফতি রুহুল আমিন পবিত্র মাহে রমজান, শবেকদর, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মুসল্লিরা জানান, মুনাজাতে জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন খতিব। মুনাজাতে তিনি দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করেন।
জাতীয় মসজিদের পাশাপাশি রাজধানীর মগবাজার, পান্থপথ, বাংলামোটর, মোহাম্মদপুর, কলাবাগান, কাঁটাবন এলাকার প্রায় সব মসজিদে মুসল্লিদের অংশগ্রহণ ছিল উপচেপড়া। এ সময় বাংলামোটর থেকে হাতিরপুল যাওয়ার সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ছাড়া স্থানীয় সব মসজিদেই মুসল্লিদের অংশগ্রহণ ছিল অনেক। মসজিদের এলাকা ছাড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েন মুসল্লিরা। অনেকেই সড়কে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন।
গুলিস্তানের পীর ইয়েমেনি জামে মসজিদের খতিব ইমরানুল বারী সিরাজী বলেন, রমজানুল মোবারকের সর্বশেষ জুমা আমাদের মাঝে জুমাতুল বিদা নামে পরিচিত। রমজান মাস প্রায় শেষ দিকে, এ হিসেবে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। তবে আলাদা কোনো ইবাদত এবং বিশেষ পদ্ধতি নেই।
চট্টগ্রাম ব্যুরো জানায়, বন্দর নগরী চট্টগ্রামে পবিত্র মাহে রমজানের শেষ জুমা তথা জুমাতুল বিদার নামাজে মুসল্লিদের ঢল নেমেছিল। জুমার নামাজের আগে থেকেই মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ জুমায় শামিল হয়ে বেশির ভাগ মুসল্লিকে রমজান মাসের বিদায়ের প্রাক্কালে অঝোর নয়নে মহান রবের নিকট ক্ষমা প্রার্থনা করতে দেখা যায়।
নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ মসজিদ, লালদীঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, মেহেদীবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, চকবাজার অলি খাঁ জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, মিসকিন শাহ জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরি ময়দান জামে মসজিদ, সিজিএস কলোনি জামে মসজিদসহ মহানগরীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। বেশির ভাগ মসজিদে নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা