গুলিস্তানে দুই বাসের চাপায় শিশু হকার নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:১২
গুলিস্তানে নামাজ শিক্ষা বই বিক্রি করতে গিয়ে দুই বাসের চাপায় মৃত্যু হয়েছে আট বছরের এক শিশু হকারের। নিহতের নাম মো: সুমন। গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। সুমন বিভিন্ন বাসে নামাজ শিক্ষার বই হকারি করে বিক্রি করত।
সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া কমিউনিটি পুলিশ বাবু জানান, বিকেল সোয়া ৪টার দিকে আহাদ পুলিশের বক্সের পাশে একটি বাস ব্যাক করছিল। ওই বাসের পেছনে ছিল সুমন। চালক সুমনকে না দেখেই পেছনে নিতে থাকে। এ সময় পেছনে থাকা অপর একটি বাসের সাথে চাপা লেগে গুরুতর আহত হয় শিশুটি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।