১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সীমান্ত হত্যা থামছে না

বিএসএফের গুলিতে গোমস্তাপুরে আরেক বাংলাদেশীর মৃত্যু

বেনাপোলে আহত ২ জন
-

নিরস্ত্র বাংলাদেশীদের ওপর ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের তাজা গুলি বর্ষণ করা কিছুতেই থামছে না। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। গত ২৬ মার্চ বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহতের এক সপ্তাহ পার না হতেই আবার একজন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গোমস্তাপুর উপজেলাধীন রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের সাইফুল ৩২/৩৩ নামক এক বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ভারত থেকে গরু পাচারকালে ইটা ঘাঁটি ক্যাম্পের নিচে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল রোকুনপুরের নগরপাড়ার বাসিন্দা। বাবার নাম আহসান হাবিব ওরফে ঝরুঘোষ সাইফুলের তুহিন নামে এক ছেলে এবং মাহমুদা নামে এক মেয়ে আছে।
গরু পাচারকালে সাইফুলের সাথে আরো কয়েকজন ছিল। তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের দুই-একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বেনাপোলে দু’জন আহত
বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, ভারতের বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্দেশ্য করে এই গুলি করে। গুলিবিদ্ধ ডালিম হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ও বাবু মিয়া একই গ্রামের দ্বীন ইসলামের ছেলে। তাদের সীমান্ত থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে আসছিল। তারা দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের কালিয়ানী বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল