দুদকের মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন ড. ইউনূস
- নিজস্ব প্রতিবেদক
- ০২ এপ্রিল ২০২৪, ০৩:৫৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাজিরা দিতে এবং জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আজ মঙ্গলবার আদালতে যাবেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। বেলা ১১টায় দুদকের করা অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে যাবেন বলে তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ জানিয়েছেন।
এর আগে গত ৩ মার্চ ড. ইউনূসসহ সাতজনকে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ড. ইউনূসসহ সাতজনের জামিন মঞ্জুর করেন। একই সাথে এ মামলার পরবর্তী শুনানির জন্য ২ এপ্রিল দিন ধার্য করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়ে আদালতের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের ড. ইউনূস বলেন, এটা ঐতিহাসিক একটি সময়। আজকের ছবিটি তুলে রাখুন। আপনারা ইতিহাসের সাক্ষী। কী জন্য? এটা সাক্ষী হলো যে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। যেহেতু একজন নোবেল জয়ীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, আমি একা নই, আমরা আরো সাতজন। যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেছি গরিব মানুষের জন্য। যারা চাকরি করতে এখানে আসেননি। তারা তাদের জীবন দানের জন্য এখানে এসেছেন। এখন তারা এই অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগের জন্য অপেক্ষা করছেন। কাজেই এই ছবিটা একটা গুরুত্বপূর্ণ ছবি হবে।
ওই দিন শুনানিতে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, এই মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ধরনের কোনো অপরাধের সাথে উনারা সম্পৃক্ত নন।
অপর দিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এ মামলায় গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ৪৩৭ কোটি টাকা দেয়া হয়। ওই অর্থের ৬ শতাংশ ২৬ কোটি টাকা সিবিএ নেতাদের দেয়া হয়েছে। এটাই মামলা। ১৬৪ জন কর্মীকে বঞ্চিত করে সিবিএ নেতাদের দেয়া হয়েছে। আমাদের আবেদন ২৬ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আছাদুজ্জামানের আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। অন্য দিকে গত ২৯ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়া হয়।
চার্জশিটভুক্ত ১৪ আসামি হলেনÑ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো: শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দফতর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মো: মাইনুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা