১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে : অর্থমন্ত্রী

-

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, অনেকে বলেছিল আমরা শ্রীলঙ্কা হয়ে যাচ্ছি। কিন্তু আমরা তা হইনি। আমরা ভালো আছি।
গতকাল রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাথে আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এমন দাবি করেন। ইআরএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফোরামের সভাপতি রিফাত উল্লাহ মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।
বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, একটা সন্দেহ ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেগুলো কেটে গেছে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। রেমিট্যান্স প্রবাহ ও রফতানি আয় বাড়ার কারণে ডলার সঙ্কট কেটেছে। আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে। যেভাবে বাজেট তৈরি হয়, সেভাবে বাজেট তৈরি হচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধিরা ঢাকায় এসেছিলেন। তারা বলেছেন, আমরা অপেক্ষা করছি তোমাদের প্রপোজালের জন্য। তোমরা আগে প্রপোজাল দাও, টাকা আমরা দেবো, টাকার কোনো অভাব নেই। এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর আর তো কোনো সন্দেহ নেই। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।
প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিপক্ষ বলেছিল- দেশ শ্রীলঙ্কা হলো বলে। শ্রীলঙ্কা হয়েছে? হয় নাই তো। আমরা টিকে আছি এবং তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে।
তিনি বলেন, দেশ তো চলছে। দেশের মানুষের যেসব আইটেম দরকার, সেগুলো সবই আসছে। সেগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ দামটা নিয়ে একটু ইয়ে আছে, কোনোটা বাড়ছে, কোনোটা কমছে। সেগুলো তো আছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে সেভাবে চলছে।
ইআরএফের বাজেট প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন, তার সবগুলোই ভালো। সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব। তবে কাজে কতটা পরিণত করা যাবে সেটা বলা মুশকিল। এ ছাড়া আমরা নতুন কী করতে পারি, দেখা যাক।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল