১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রকৃত স্বাধীনতা রক্ষায় অসত্যের মোকাবেলা করতে হবে : হেফাজত

-


হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, দেশের জনগণ আজ স্বাধীনতার সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না। পূজা-পার্বণ, গান-বাজনা ও সভ্যতাবিরোধী অপসাংস্কৃতিক অনুষ্ঠানের দেদার অনুমতি মিললেও দেশে আজ ইফতার মাহফিলের স্বাধীনতা পাওয়া যায় না। এটি কখনোই মহান স্বাধীনতার প্রকৃত চেতনা হতে পারে না। প্রকৃত স্বাধীনতা অর্জনে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করতে হবে এবং দেশে কুরআন সুন্নাহর আলোকে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করে স্বাধীনতার সত্যিকার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

হেফাজতে ইসলাম মদীনা মুনাওয়ারা শাখার উদ্যোগে বুধবার পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও করনীয় শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মদীনা মুনাওয়ারা শাখার আমির মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মাওলানা আব্দুল জলিল, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা ইরফান বিন কাসেম প্রমুখ।
আল্লামা সাজিদুর রহমান বলেন, গত ২৫ মার্চ ভোলা জেলার তজুমদ্দিন থানার বাসিন্দা কোরিয়া প্রবাসী বসুদাস আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সা: কে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে চরম কুরুচিপূর্ণ মন্তব্য করে। এর প্রতিবাদে লালমোহন ও তজুমদ্দিন থানার এমপি আলহাজ মুহাম্মাদ নুরুন্নবী চৌধুরী শাওন ও তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন দুলালসহ স্থানীয় সর্বস্তরের নবীপ্রেমিক তৌহিদী জনতা ২৬ মার্চ বাদ জোহর তজুমদ্দিন বাজারে বিক্ষোভ সমাবেশ করেন। নবীপ্রেমে উদ্দীপ্ত হয়ে যারা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে বসুদাসকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, দেশের বর্তমান প্রচলিত আইনে ধর্মীয় বিষয়ে কটূক্তি করলে যে ফৌজদারি ধারা রয়েছে তা জামিনযোগ্য হওয়ায় এ সংক্রান্ত অপরাধপ্রবণতা দিন দিন বেড়েই চলেছে। তাই মহান আল্লাহ তায়ালা, মহানবী সা:, কুরআন-সুন্নাহ্ তথা; ইসলাম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
মহাসচিব আরো বলেন, জামিন পাওয়া দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একজন জ্যেষ্ঠ নাগরিককে জামিন না দিয়ে বছরের পর বছর জেলে আটকে রাখা দেশে বিচারহীনতার প্রমাণ বহন করে। বিচারহীনতার এই ধারাবাহিকতা আর চলতে দেয়া যায় না। মাওলানা মামুনুল হক দেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন। ২০২১ সালের ১৮ এপ্রিল তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। এখনো তিনি কারাবন্দী হয়ে আছেন। আমরা ঈদের আগেই মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ইসলাম ফোবিয়ায় আক্রান্ত একশ্রেণির ধর্মবিরোধী গোষ্ঠী এ দেশের মুসলিম প্রজন্মের মন ও মানস থেকে ইসলামের ধ্যান-ধারণা চিরতরে মুছে দেয়ার নীলনকশা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে। পরিকল্পনা বাস্তবায়নে লক্ষ্যবস্তু বানিয়েছে পাঠ্যপুস্তককে। পাঠ্যপুস্তক থেকে ইসলাম ঘনিষ্ঠ বিষয়বস্তু বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে ইসলামবিরোধী বিষয়ের অনুপ্রবেশ ঘটিয়েছে। ইসলামের সাথে সাংঘর্ষিক সেই সব বিষয় পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে হবে।


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল