নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
- নওগাঁ প্রতিনিধি
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর কলোনিপাড়া গ্রামের সিদ্দিক দালালের ছেলে।
জানা গেছে, সোমবার দিবাগত ভোরে উপজেলার নিতপুর বিওপির এলাকা দিয়ে চোরাই পথে গরু নিতে ভারতের অভ্যন্তরে চার যুবক প্রবেশ করলে এ গুলির ঘটনা ঘটে। সূত্র মতে, ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩২ পিলার এলাকার ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। এ সময় অন্য তিনজন পালিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি, আর্টিলারি জানান, গুলির ঘটনা আমরাও শুনেছি। এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা