০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫
`

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

-

যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে রইস উদ্দিন নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসএফকে ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি পাঠানো হয়েছে বলে তিনি জানান। একই সাথে লাশ দ্রুত বাংলাদেশে ফেরত আনার বিষয়ে সবপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল। এ সময় টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দলের সদস্য সিপাই মোহাম্মদ রইস উদ্দিন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলছুট হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তী সময় জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের ভেতরে হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠক থেকে জানা যায়, ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিএসএফকে সুষ্ঠু তদন্ত করার দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
লাশ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সবধরনের যোগাযোগ অব্যাহত আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
কাল থেকে ‘বাংলা ব্লকড’ কর্মসূচি কোটাবিরোধী আন্দোলনকারীদের আশুলিয়ায় নারী পোশাকশ্রমিকের লাশ উদ্ধার, স্বামী উধাও নান্নুর চোখে সুপার এইট-ই বাংলাদেশের বড় অর্জন ৮ দিনব্যাপী রথযাত্রা অনুষ্ঠান : বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান ডিএমপির ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে বিএনপির অভিনন্দন চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ শৈলকুপায় দুর্বত্তরা রাতের আঁধারে কাটে ফেলেছে ১৪ কৃষকের কলাগাছ গোপনে নারীর গোসলের ভিডিও করতে গিয়ে পুলিশ সদস্য জনতার হাতে আটক কোটা সংস্কারের দাবিতে ফেনীতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ কোটা বাতিলের দাবিতে আজও শাহবাগে অবরোধ পরকালীন জবাবদিহিতার অনুভূতিই নেই বলেই দেশ দুর্নীতিতে ডুবে আছে : অধ্যাপক মুজিবুর

সকল