২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার

ব্যাংক স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

-

ব্যাংকের স্থাপনায় অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক শাখার প্রবেশপথে, অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন ও ধারণকৃত ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদেরকে পরিপালনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত এক সার্কুলার লেটার জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যাংক স্থাপনায় নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর এরই প্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে।
গতকাল এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে ব্যাংক স্থাপনা যেমন শাখা, উপশাখা, নিজস্ব বা ভাড়াকৃত ভবন ইত্যাদির প্রবেশপথে, অভ্যন্তরে শাখার বাইরে চতুর্দিকে স্থাপিত সিসিটিভি বা আইপি ক্যামেরা, বা স্পাই ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement