১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

নেতাকর্মীর মুক্তি দিতে হেফাজতের আলটিমেটাম

-

আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তি ও দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলামী। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে হেফাজত নেতারা এ আলটিমেটাম দেন। মাওলানা মামুনুল হক, মুফতি মুনির কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কারাবন্দী হেফাজতের সকল নেতাকর্মীর মুক্তি ও সারা দেশে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন করার দাবিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সম্মেলন থেকে ৭টি দাবি ও ৩টি কর্মসূচি ঘোষণা করেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। দাবিগুলো হলো : ১. ইহুদীবাদী অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদের ওপর নির্বিচারে হামলা, ধারাবাহিক নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে নৃশংসতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এই হানাদার দখলদার বাহিনী গাজায় হাজারো শিশু, নারী ও বেসামরিক নাগরিককে হত্যা করে ক্রমাগত মানবাধিকার আইন লঙ্ঘন করেই চলছে। তাই আজকের সম্মেলন নিরীহ ফিলিস্তিনিদের ওপর অবিলম্বে ইসরাইলি হামলা বন্ধ ও ইসরাইলের সাথে সকল পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, তাদের সকল পণ্য বর্জন করা ও বাণিজ্যিকভাবে তাদের বয়কট করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল রাষ্ট্রের প্রতি জোরাল আহ্বান জানাচ্ছে। ২. প্রায় তিন বছর ধরে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে বন্দী আছেন হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, অর্থ সম্পাদক মুফতি মুনীর হুসাইন কাসেমী, মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ আরো অনেক আলেম। মিথ্যা ও সাজানো মামলায় তাদের এত দীর্ঘ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার বন্দী করে রেখেছে। আজকের সম্মেলন কারাবন্দী হেফাজত নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। ৩. ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ৪. আজকের এই সম্মেলন ইসলামবিরোধী সকল অপশক্তি প্রতিরোধ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মজলুম মানবতার অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের আলেম ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। ৫. আল্লাহ্, রাসূল সা: ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। ৬. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে। এবং ৭. ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুযায়ী ভারতের মাওলানা সা’দ সাহেবের বিভিন্ন বয়ান শরিয়তের সাথে সাংঘর্ষিক এবং চরম বিতর্কিত ও তার মনগড়া চিন্তার ওপর প্রতিষ্ঠিত। তাই বাংলাদেশে মাওলানা সা’দ সাহেবের আগমন স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। শূরায়ি নেজামের তত্ত্বাবধানে পরিচালিত টঙ্গীর বিশ্ব ইজতেমার সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ওলামায়ে কেরামকে অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া যাবে না। সরকার এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আজকের সম্মেলন জোর দাবি জানাচ্ছে।
কর্মসূচির মধ্যে রয়েছে : ১. আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারাবন্দী হেফাজতের সকল নেতাকর্মীর মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ২. আগামী ৩ মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করা হবে। ৩. আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, বি-বাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানে রেসালাত সম্মেলন করা হবে। পর্যায়ক্রমে অন্য সকল জেলাতেও অনুষ্ঠিত হবে।
সম্মেলনে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মাওলানা জুনাইদ আল হাবিব, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী ও মাওলানা আতাউল্লাহ আমিনের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, আল্লামা খলিল আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা আবুল কালাম, মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা নাজমুল হক হক্কানী, মুফতি জসীমুদ্দীন, মাওলানা ইউনুস আহমাদ রংপুর, মাওলানা মোবারকুল্লাহ বি.বাড়িয়া, মাওলানা মোশতাক আহমাদ খুলনা, মাওলানা শাব্বির আহমদ রশীদ, মাওলানা আব্দুল হামীদ মধুপুরী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মিজানুর রহমান সাঈদ, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আনোয়ারুল কারীম যশোর, মুফতি বশীর উল্লাহ, মাওলানা আব্দুল কাইউম সুবহানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মীর ইদ্রিস, মুফতি মাসউদুল করিম, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা জালাল উদ্দীন আহমাদ, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আলী আজম, মাওলানা লোকমান মাজহারী, মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা আব্দুল কাদের না’গঞ্জ, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুর রহীম কাসেমী, হাফেজ যিমামুল হক, মাওলানা জাবের কাসেমী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মাওলানা শাহিনুর পাশা, মাওলানা জয়নুল আবেদীন জালালী, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা মহিউদ্দীন মাসুম, মাওলানা দ্বীন মোহাম্মাদ আশরাফ, মাওলানা ইয়াকুব উসমানী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা বুরহান উদ্দীন কাসেমী, মাওলানা নিজামুদ্দীন, মাওলানা নুর হুসাইন নুরানী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা যুবাইর আহমাদ লালবাগ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ফয়সাল মোহাম্মদপুর, মাওলানা বশিরুল হাসান, মাওলানা শামসুল ইসলাম জিলানী কুমিল্লা, মাওলানা শিব্বির আহমাদ খিলগাঁও, মুফতি কামাল উদ্দিন, মাওলানা ওয়েযুদ্দীন মোমেনশাহী, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা জামীল আহমাদ, মাওলানা জুবায়ের রশীদ, মাওলানা লিয়াকত আলী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা ওমর ফারুক, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা মুফীজুল ইসলাম, মাওলানা ইমরান নোমানী, মাওলানা আলী আকবর, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা শামসুল আলম, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শরীফুল্লাহ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা ফয়সাল আহমাদ হাবিবী, মাওলানা জামিল আহমাদ আনসারী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা যুবায়ের আহমদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল তিস্তা অববাহিকা বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে : তারেক রহমান গাজায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের সৌদি থেকে আউট পাসে ফেরত আসছেন শত শত বাংলাদেশী জনগণ আন্দোলনের মাধ্যমে এ টি এম আজহারকে মুক্ত করে আনবে : ডা: শফিক তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা দিতে চায় চীন : রাষ্ট্রদূত ওয়েন পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্কে চলতে হবে ভারতের উচিত হাসিনাকে প্রকাশ্যে বিবৃতি দেয়ায় ‘নিষেধ’ করা সব চাপ উপেক্ষা করে জন-আকাক্সক্ষা পূরণের বার্তা নিয়ে ফিরলেন ডিসিরা

সকল