০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
`

এলপিজির দাম ফের বাড়ল

-

অক্টোবর মাসে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ৬ টাকা ৬ পয়সা বেড়ে ১১৩ টাকা ৬১ পয়সা হয়েছে। সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১০৭ টাকা ০১ পয়সা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে বলেছে, খুচরা ক্রেতাদের এখন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের আগের দাম ১২৮৪ টাকার পরিবর্তে ভ্যাটসহ ১৩৬৩ টাকায় কিনতে হবে। অর্থাৎ, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বেড়েছে। ঢাকায় বিইআরসি অফিসে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো: নুরুল আমিন বলেন, সাড়ে পাঁচ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য আকারের এলপিজি সিলিন্ডারের দাম যুক্তিসঙ্গতভাবে বাড়বে।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, ‘অটো গ্যাস’ (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) এর দামও প্রতি লিটার (ভ্যাটসহ) ৫৮ টাকা ৮৭ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ৫৪ পয়সা হয়েছে। অর্থাৎ, প্রতি লিটারে ৩ দশমিক ৬৭ টাকা বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত এলপিজির দাম একই থাকবে, কারণ এটি স্থানীয়ভাবে পাঁচ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়।
বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি সিপির (চুক্তি মূল্য) দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এলপিজির দাম বাড়বে। বাংলাদেশী এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে (প্রতি ১২ কেজি সিলিন্ডার) এলপিজির সর্বোচ্চ দাম ছিল এক হাজার ৪৯৮ টাকা।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু, আহত ৩০ রাতে নিখোঁজ, সকালে হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাজাপুরে স্কুলছাদের পলেস্তরাসহ ভিম ধসে ৫ ছাত্র আহত, আতঙ্কে ক্লাস বর্জন বাঁশের সাঁকোয় জন্ম নেয়া সেই নবজাতককে দেখতে গেলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার ন্যায়সঙ্গত সমাধান খোঁজার আহ্বান জামায়াতের পাকিস্তানের বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সৌদি আরবের হাম্মামে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে বন্যার পানিতে তলিয়ে গেছে ৭৮ স্কুল সিরাজগঞ্জ আ’লীগের সাবেক নেতার মাদক মামলায় যাবজ্জীবন

সকল