০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
`

হাসপাতালে আসার ৩ দিন পরই মৃত্যু ৯৬ ডেঙ্গু আক্রান্তের

গতকাল মৃত্যু ১৭ আক্রান্ত ২৮৮২
ডেঙ্গু আক্রান্ত হয়েছে শিশুটি। ক’দিন না যেতে আবারো ডেঙ্গুতে আক্রান্ত হয় সে। এবারো সুস্থ হয়ে উঠেছে সে। দ্বিতীয়বার সুস্থ হয়ে ওঠায় মা-মেয়ের হাসি। এই ছবিটি রাজধানীর হলিফ্যামিলি হাসপাতাল থেকে তোলা : নয়া দিগন্ত -

ডেঙ্গু রোগীদের মধ্যে হাসপাতালে আসার তিন দিন পরই প্রায় সবাই মারা গেছে গত সপ্তাহে। ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর দেশে ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা শহরে ৪৩ জন। ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগের ঢাকা জেলার বাকি অংশ এবং অন্যান্য জেলায় মারা গেছে ২২ জন। অর্থাৎ গত সপ্তাহের মোট মৃত ৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগে উল্লেখিত এক সপ্তাহে ডেঙ্গুতে মারা গেছে ৬৫ জন আক্রান্ত ব্যক্তি। বাকি ৩১ জন দেশের অন্য সাত বিভাগে মারা গেছে। ডেঙ্গু আক্রান্তদের মধে ঢাকা শহরে মৃত্যু হয়েছে প্রায় ৪৫ শতাংশ।
এদিকে গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জিন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কনট্রোল রুম জানিয়েছে গতকাল রোববার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮৮২ জন। মৃতদের ৯ ঢাকায় এবং আটজন ঢাকার বাইরে। নতুন করে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে ঢাকায় ৬২৯ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ২৫৩ জন। এককভাবে ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত বেশি থাকলেও ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে গত দুই মাস থেকেই।
স্বাস্থ্য অধিদফতর বলছে, সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি থাকলেও মৃত্যুতে নারীদের সংখ্যা বেশি। কিন্তু এই প্রথম গত সপ্তাহে মৃত্যু ও আক্রান্তের পুরুষের সংখ্যা বেশি ছিল। গত সপ্তাহে মোট ১৮ হাজার ৬৮৯ জনের মধ্যে পুরুষ আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৯৪৫ জন অর্থাৎ ৫৯ শতাংশ এবং নারীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৪১ শতাংশ অর্থাৎ নারী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল সাত হাজার ৭৪৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গত সপ্তাহে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যু ছিল না। ঢাকা বিভাগ ও ঢাকা শহর ছাড়া রংপুর বিভাগে গত সপ্তাহে মারা গেছে দুইজন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় সাতজন, বরিশালে ১৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে মারা গেছে তিনজন।
গত সপ্তাহে যে ১৮ হাজার ৬৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে সারা দেশে এর মধ্যে ঢাকা শহরে পাঁচ হাজার ১১৯ জন, ঢাকা শহর বাদে ঢাকা বিভাগে ছিল চার হাজার ছয়জন, চট্টগ্রাম বিভাগে ছিল দুই হাজার ৮৮৮ জন, বরিশাল বিভাগে দুই হাজার ৬১১ জন, খুলনা বিভাগে দুই হাজার ২১৮ জন, রাজশাহী বিভাগে এক হাজার ১১২ জন, ময়মনসংিহ বিভাগে ৪০৭ জন, রংপুর বিভাগে ২৭৮ জন এবং সিলেট বিভাগে ৫০ জন। ঢাকা শহরে দৈনিক গড়ে ৭৩১ জনের কিছু বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী নারীদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ২৫ থেকে ৩০ বছর বয়সীরা ১৮ শতাংশ। পুরুষের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ১৬ থেকে ২০ বছর বয়সীরা ১১ শতাংশ।
বরিশালে ডেঙ্গু আরো ৩ জনের মৃত্যু
বরিশাল ব্যুরো জানায়, বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বিভাগে ১০৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ৩৪৩ জন রোগী চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে পুরো বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্য জানিয়েছেন।
মৃতরা হলেন- বরিশালের বিমানবন্দর থানাধীন মুশুরিয়া এলাকার আলেয়া (৬৭), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মারুফা (৩৮) ও বরগুনা জেলা সদরের আবিদ (১৬)।


আরো সংবাদ



premium cement
রাতে নিখোঁজ, সকালে হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাজাপুরে স্কুলছাদের পলেস্তরাসহ ভিম ধসে ৫ ছাত্র আহত, আতঙ্কে ক্লাস বর্জন বাঁশের সাঁকোয় জন্ম নেয়া সেই নবজাতককে দেখতে গেলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার ন্যায়সঙ্গত সমাধান খোঁজার আহ্বান জামায়াতের পাকিস্তানের বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সৌদি আরবের হাম্মামে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে বন্যার পানিতে তলিয়ে গেছে ৭৮ স্কুল সিরাজগঞ্জ আ’লীগের সাবেক নেতার মাদক মামলায় যাবজ্জীবন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়েও অবরোধ কোটাবিরোধীদের

সকল