০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ১ মহররম ১৪৪৬
`

গত ৬ মাসে ১৫০ সাংবাদিক হামলা-মামলা ও নির্যাতনের শিকার

-

চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ১৫০ জন সাংবাদিক খুন, হামলা-মামলা, গ্রেফতার, নির্যাতন, হুমকিসহ নানাভাবে আক্রান্ত ও নিগ্রহের শিকার হয়েছেন। এর মধ্যে জানুয়ারি ও জুন দু’মাসে খুন হয়েছেন দুই সাংবাদিক। অস্বাভাবিক মৃত্যু হয়েছে আরো তিনজনের। মার্চ মাসে সর্বাধিক সংখ্যক ৪০ জন সাংবাদিক নিপীড়নের মুখে পড়েন। অন্য পাঁচ মাসের মধ্যে জানুয়ারিতে ১৮, ফেব্রুয়ারিতে ২৫, এপ্রিলে ২৪ এবং মে মাসে ১৪ জন এবং জুন মাসে ২৯ জন সাংবাদিক বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকসহ ডিজিটাল আইনে হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন এদের অনেকে। গ্রেফতার হয়ে জেলও খাটতে হয়েছে সাতজনকে।
গতকাল এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মনিটরিং কমিটি সাংবাদিক নিপীড়নের এ তথ্য জানিয়েছে। বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনের নেতৃত্বে এ মনিটরিং কমিটিতে কাজ করছেন সহসভাপতি রাশিদুল ইসলাম, সহকারী মহাসচিব শহীদুল্লাহ মিয়াজী, প্রচার সম্পাদক মাহমুদ হাসান ও দফতর সম্পাদক তোফায়েল হোসেন।
প্রাপ্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, সদ্য শেষ হওয়া জুন মাসে একজন খুনসহ মোট ২৯ জন সাংবাদিক হত্যা, হামলা-মামলা, গ্রেফতারসহ নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন। এ মাসের ২২ তারিখে নৃশংসভাবে খুনের শিকার হয়েছেন জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয় দৈনিক মানবজমিন ও বাংলা নিউজের সাংবাদিক নাদিমকে। এ মাসে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আটজন সাংবাদিক। ডিজিটাল আইনে পাঁচজনসহ মামলায় আসামি হয়েছেন ১০ জন সংবাদকর্মী। হয়রানিমূলক মামলায় দুই সাংবাদিককে জেলে যেতে হয়েছে। প্রাণনাশের হুমকিসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন আরো ১১ জন সাংবাদিক।
জুনে হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন ঢাকার নাহিদ সাব্বির, লক্ষ¥ীপুরের এমরান হোসেন সোহাগ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের দোস্ত মোহাম্মদ, কুষ্টিয়ার রাজু আহমেদ, বগুড়ার জোসেফ হোসেন প্রতীক, সুনামগঞ্জের স্বপন জাহান ও ফেনীর কামরুল আরেফিন। এদের প্রায় সবাই সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। এ মাসে খুলনার একটি পত্রিকা অফিসে সশস্ত্র হামলা হয়েছে। চট্টগ্রামে চারটি আইপিটিভি ও অনলাইন বন্ধ করে অফিস সিলগালা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা ইশরাকের রিমান্ড শুনানি ২৩ জুলাই বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ বিকল্প রুট চালুর পরেও ভয়ে সেন্টমার্টিন যাচ্ছে না ট্রলার সিলেটে র‌্যাবের ত্রাণ বিতরণ সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু সাতক্ষীরায় শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা গ্রেফতার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক নিহত, আহত ২ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ কোটাবিরোধীদের গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছেছেন, বুধবার চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক `গাজা যুদ্ধে ১ লাখ ৮৬ হাজার ফিলিস্তিনি নিহত হতে পারে'

সকল