ইজারা পাওয়ার আগেই দখল
- খালিদ সাইফুল্লাহ
- ২০ জুন ২০২৩, ০০:০০
ইজারা পাওয়ার আগেই হাটের দখল নিয়েছেন ক্ষমতাসীনরা। রাজধানীর উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন জায়গার হাট এবং লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন হাটে এ ঘটনা ঘটেছে। এদিকে সিটি করপোরেশন থেকে আগামী ২৫ জুনের আগে হাটে বাঁশের খুঁটি না বসানো ও কোরবানির পশু না ওঠানোর শর্ত দিলেও সেটিও মানছেনা ইজারাদাররা। দুই সপ্তাহ আগে থেকেই গেট নির্মাণ, হাসিল ঘর তৈরিসহ অন্যান্য কাজ করা হচ্ছে। বিষয়টি সিটি করপোরেশনের চোখের সামনে ঘটলেও এ ব্যাপারে তারা নিশ্চুপ। সিটি কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে।
ঢাকার দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে এবার মোট ২০টি কোরবানির পশুহাট বসছে। এর মধ্যে দু’টি স্থায়ী হাট এবং ১৮টি অস্থায়ী হাট। দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সারুলিয়াতে একটি স্থায়ী হাট ও ৯টি অস্থায়ী হাট বসছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি আরো ৯টি অস্থায়ী হাট বসছে।
ডিএসসিসি এলাকায় সারুলিয়াতে আগেই বছরব্যাপী ইজারা দেয়া হয়েছে। এ ছাড়া অস্থায়ী ৯টি হাটের মধ্যে সাতটি হাটের ইতোমধ্যে ইজারা দেয়া সম্পন্ন হয়েছে। ইজারা দেয়া হাটগুলো হলো-মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গার হাটটি তিন কোটি এক লাখ টাকায় পেয়েছেন আওরঙ্গজেব টিটু, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গার হাটটি মো: কামরুজ্জামান পেয়েছেন চার কোটি ৭১ লাখ ৭৮৬ টাকায়, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত জায়গার হাটটি মোহাম্মদ হোসেন পেয়েছেন চার কোটি ৫৩ লাখ ৫৯ হাজার টাকায়, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকার হাটটি অহিদুর রহমান ওয়াকিব পেয়েছেন চার কোটি ৫১ লাখ ৫১ হাজার ৫৫১ টাকায়, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গার হাটটি জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৫০ লাখ টাকায়, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গার হাটটি পেয়েছেন মোহাম্মদ সোলায়মান সেলিম ৫৬ লাখ ১৫ হাজার টাকায় এবং পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গার হাটটি দুই কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় পেয়েছেন শাহনুর রহমান গাজী।
লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের এলাকা নিয়ে গঠিত হাট এবং উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন দুটি হাটের এখনো ইজারা সম্পন্ন হয়নি। আজ ২০ জুন বিকেলে ডিএসসিসির নগর ভবনে ওই দুটি হাটের তৃতীয় পর্যায়ের ইজারা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের এলাকা নিয়ে গঠিত হাটের দখল নিয়েছেন জাকির হোসেন নামে এক ব্যক্তি। তিনি ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টির অন্যতম রাজনৈতিক সহযোগী। সিটি করপোরেশনের ইজারার শর্ত অনুসারে আগামী ২৫ জুনের আগে কোনো ধরনের বাঁশের খুঁটি স্থাপন না করার কথা থাকলেও তিনি ইজারা না পেয়েও গত পাঁচ-ছয় দিন আগে থেকেই ওই হাটে কয়েকটি হাসিল ঘর, বিভিন্ন প্রান্তে গেট নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। এ ছাড়া গরু বাঁধার বিপুল পরিমাণ বাঁশের খুঁটিও রাস্তায় জড়ো করেছেন। হাটটি প্রসঙ্গে মতিঝিল-কমলাপুর এলাকার ওয়ার্ড কাউন্সিলর মো: সুলতান মিয়া গতকাল বিকেলে নয়া দিগন্তকে বলেন, পশুহাটটির ইজারা ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। হাটটি তিন কোটি ৮০ লাখ টাকায় জাকির হোসেন পেয়েছেন। জাকির কাউন্সিলর সিরাজুল ইসলামের কাছের লোক বলে তিনি জানান।
উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন হাটের এখনো ইজারা সম্পন্ন না হলেও সেখানে হাটের নানা স্থাপনা বসানোর কাজ চলছে। বিভিন্ন প্রান্তে নির্মাণ করা হয়েছে গেট। হাসিল ঘর স্থাপনেরও কাজ চলছে। গত বছর এ হাটের ইজারা পেয়েছিলেন এ এম এম এন্টারপ্রাইজের মো: আব্দুল লতিফ। গতকাল বিকেলে নয়া দিগন্তকে তিনি বলেন, হাটটির ইজারা এখনো সম্পন্ন হয়নি। কালকে (আজ) টেন্ডার। আশা করছি এবারো আমরা পাবো। মেয়রের সাথেও এ ব্যাপারে কথা হয়েছে। ইজারা পাওয়ার আগেই স্থাপনা নির্মাণের বিষয়ে তিনি বলেন, যে পাঁচ দিন সময় দেয়া হয় তাতে হয় না। অনেক কাজ করতে হয়। বিরাট আয়োজন। এ জন্য আগেভাগেই শুরু করেছি। এদিকে দনিয়াসহ অন্যান্য হাটেও নিয়ম ভেঙে আগেভাগেই হাটে বাঁশের খুঁটি স্থাপন, হাসিল ঘর নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি নিতে শুরু করেছেন ইজারাদাররা। এমনকি কোনো কোনো হাটে গরু তোলাও শুরু হয়েছে। একইভাবে ঢাকা উত্তরের আফতাবনগর, উত্তরার দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বৃন্দাবন বউবাজার এলাকার হাটেও কোরবানির গরু তোলা হয়েছে।
হাটে আগেই স্থাপনা নির্মাণ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো: রাসেল সাবরিন গতকাল নয়া দিগন্তকে বলেন, কমলাপুর এবং শাহজাহানপুরের হাটের এখনো ইজারা সম্পন্ন হয়নি। সেখানে আগেই স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। কেউ যদি এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। একইভাবে অন্যান্য হাটেও নিয়ম ভঙ্গ করলে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
ডিএনসিসির ৮টি পশুর হাটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা : ডিএনসিসির কোরবানির ৮টি অস্থায়ী পশুর হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মেয়র মো: আতিকুল ইসলাম। এ ছাড়া ঈদুল আজহায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল বনানীর হোটেল শেরাটনে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ শিরোনামে ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থাবিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মেয়র বলেন, কোরবানির পশুর হাটে আমরা ক্যাশলেস লেনদেন করতে পারব। ইতোমধ্যে ১০ হাজার খামারির ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এই লেনদেনের জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা