হজে যেতে শেষ সময়েও সঙ্কট
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জুন ২০২৩, ০০:০০
হজে যেতে শেষ সময়েও নানামুখী সঙ্কট দেখা দিয়েছে। অনেক এজেন্সি এখনো আড়াই হাজারের মত হজযাত্রীর ভিসার আবেদনই করেনি। এ কারণে তাদের এ বছরের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে শ্যামপুরের জুরাইন এলাকায় একটি বেসরকারি এজেন্সির অফিসের সামনে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। এ দিকে গতকালও মদিনাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
গত ২১ মে বাংলাদেশ থেকে এবারের হজ ফ্লাইট শুরু হয়েছে। কিন্তু ভিসা জটিলতায় প্রথম দিনেই ১৪০ জন হজযাত্রী সময়মতো সৌদি যেতে পারেনি। পরদিন অবশ্য সমস্যার সমাধান হয়। প্রথম তিন দিন শিডিউল অনুযায়ী বিমান চললেও এরপর থেকে একের পর এক ফ্লাইট বাতিল হতে থাকে। সর্বশেষ গতকালও বিমানের একটি প্লাইট বাতিল হয়েছে। এতে এ পর্যন্ত ২০টির বেশি ফ্লাইট বাতিল হলো। এ দিকে হজের ডেডিকেটেড ফ্লাইটের ভাড়া নিয়েও নিয়মিত ফ্লাইটে হজযাত্রীদের নেয়া হচ্ছে। এতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা। এ দিকে ৩৫৫টি এজেন্সি প্রায় আড়াই হাজার হজযাত্রীর এখনো ভিসা আবেদনই করেনি। নিবন্ধন করার পরও তাদের ভিসার আবেদন না করায় তাদের হজে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ২২ জুন শেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে যদি সব হজযাত্রীর ভিসার আবেদন না করা হয় তাহলে অনেকের হজে যাওয়ার স্বপ্ন ধূলিস্যাৎ হতে পারে। রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় এসএন ট্রাভেলস (হজ লাইসেন্স নং-১১৩৪) নামে একটি বেসরকারি এজেন্সির অফিসের সামনে গতকাল হজযাত্রীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা ওই এজেন্সির বিরুদ্ধে হজযাত্রীদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। জানা যায়, একইভাবে নিবন্ধন থাকার পরও হজযাত্রীদের ভিসার আবেদন না করায় গতকাল ধর্ম মন্ত্রণালয় থেকে ৭৬টি এজেন্সির কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে এসএন ট্র্যাভেলসও রয়েছে। তাদের ৪৭ জনের ভিসার আবেদন করা হয়নি। তবে তাদের ২৩১ জনের ভিসার আবেদন প্রসেসে রয়েছে। এ ছাড়া হাজেরা হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ২৭৬ জনের, ইব্রাহিম ট্রাভেলস ১২৬ জনের, লাইনস্টোন রিসোর্ট অ্যান্ড টুরিজম ১১৫ জনের, লিমা ট্রাভেলস এজেন্সি ৮৪ জনের, খাদেম এয়ার ইন্টারন্যাশনাল ৮০ জনের, খাদেমুল হারামাইন সার্ভিস ৬১ জনের, ওয়ার্ল্ড লিংক ট্যুরস অ্যান্ড ট্রাভেরস ৫৮ জনের, কার্নিভাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ৫৭ জনের, অ্যাভিয়ানা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ৫৩ জনের, এএইচবি ট্রাভেলস ইন্টারন্যাশনাল ৫২ জনের ভিসার আবেদন করেনি। এ কারণে এসব এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয় বারবার তাগাদা দিচ্ছে। কিন্তু এর পরও এসব হজযাত্রীর পবিত্র হজ পালনে অনিশ্চিতা তৈরি হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা