১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

-

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিন্নাত আলী চেকপোস্ট কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। জাগো নিউজ।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ডের (৫০ বিজিবি) সহকারী পরিচালক এডি মোহাম্মদ রাজ মাহমুদ বলেন, আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।


আরো সংবাদ



premium cement