২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মূল্যস্ফীতির মাথাচাড়া

১১ বছরে সর্বোচ্চ : শহরে ১০ শতাংশ ছুঁই ছুঁই
-


পণ্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। গত মার্চ থেকে সাধারণ মূল্যসূচক পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৯ শতাংশের উপরে। আর মে মাসে এই মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের মার্চে ১০ দশমিক ১০ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। তবে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে খাদ্য খাতে। তবে শহরে ১০ শতাংশ ছুঁই ছুঁই করছে। গত এপ্রিলে এই হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) গতকালের হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্যে দেখা গেছে, সার্বিকভাবে মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ২৪ শতাংশ। গত এপ্রিল মাসে যা ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। চাল, ডাল, তেল, লবণ, মাছ, গোশত, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস। এ ছাড়া বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বাড়তি।
মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে ৯ দশমিক ৭২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

গ্রামে সাধারণ মূল্যস্ফীতির হার মে মাসে বেড়ে হয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৩৪ শতাংশ। যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে এই মূল্যস্ফীতি মে মাসে বেড়ে হয়েছে ৯ দশকি ৮৩ শতাংশ। এপ্রিলে এই হার ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ।
শহরে মূল্যস্ফীতি বৃদ্ধির হার বেশি। সাধারণ মূল্যস্ফীতি হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। এপ্রিলে ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। আর খাদ্য খাতে এই হার ৯ দশমিক ১৩ শতাংশ। এপ্রিলে ছিল ৯ দশমিক ১০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে এই হার কমে ৯ দশমিক ৮৮ শতাংশ হয়েছে। যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ বলে বিবিএস জানায়।

 


আরো সংবাদ



premium cement
গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা

সকল