মেট্রোরেলে উঠতে না পেরে ক্ষোভ, গেট টপকে ঢোকার চেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০৫
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মেট্রোরেলে উঠতে পারেননি অনেকে। ক্ষুব্ধ যাত্রীদের কয়েকজন এ সময় মূল গেট ধাক্কাধাক্কি করে টপকে স্টেশনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যাত্রীদের কেউ কেউ এমন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার জন্য কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে উত্তরার উত্তর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের মূল গেটের সামনে এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেলে উঠতে যাত্রীরা সকাল থেকেই লাইনে এসে দাঁড়ান। এ সময় অনেক যাত্রী সিরিয়াল না মেনে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করেন যাত্রীদের মধ্যে কেউ কেউ। দুপুর ১২টার আগেই কর্তৃপক্ষ মেট্রোরেলে প্রবেশের মূল গেট বন্ধ করে দেন। এর পরই ক্ষুব্ধ হয়ে উঠেন বাইরে অপেক্ষমাণ যাত্রীরা। তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও মেট্রোরেলে উঠতে না পারায় গেটের সামনে এসে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এ সময় কিছু যাত্রী মূল গেটে ধাক্কাধাক্কি করতে থাকেন। কেউ কেউ (উৎসুক জনতা) আবার গেট টপকে স্টেশনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এমন পরিস্থিতি চলার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে যাত্রীদের সেখান থেকে দ্রুত সরিয়ে দেন। তার আগেই কিছু যাত্রী গেট টপকে ভেতরে চলে যান।
এর আগে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো এক নারী যাত্রী আনসার সদস্যদের উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, ‘লাইনে দাঁড়ানো লোকগুলোর মধ্য থেকে ঠিকমতো সিরিয়াল মানছে না। এসব দেখেও আমাদের পুলিশ ভাইরা পকেটে হাত দিয়ে ডিউটি করছেন। পুলিশদের উদ্দেশ করে ওই নারী যাত্রী আক্ষেপ করে বলেন, আপনারা যদি দায়িত্ব পালন করতে না-ই পারেন তা হলে আপনাদের ডিউটি করার দরকার কি! এ কথার পর পুলিশ সদস্যরা বলেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা