২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আজ দক্ষিণ আফ্রিকার সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

-

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়। আজ সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মিশন। ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। এর আগে ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শেষবার দক্ষিণ আফ্রিকায় খেলেছিল বাংলাদেশ। ২০১৯ সালে দুই দলের সবশেষ দেখা হয়েছিল বিশ্বকাপের মঞ্চে। যেখানে বাংলাদেশ উড়িয়েছিল বিজয়ের পতাকা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ তিন ফরম্যাট মিলিয়ে তাদের বিপক্ষে ১৯ ম্যাচ খেলেছে। জিততে পারেননি একটিতেও। এবার কী হবে? ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল হারের পরিসংখ্যান থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখেন। সাকিব অন্তত একটি জয় চান। টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোর বিশ^াস, আগের দলগুলো যে কাজ করতে পারেনি এবার তারা সেই কাজ করে দেখাবেন।
২০০২ সালে প্রথম সফরে তিন ওয়ানডে হেরেছিল যথাক্রমে ১৬৮ রান, ১০ উইকেট ও সাত উইকেটে। ২০০৩ সালের বিশ্বকাপে তাদের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, হেরেছিল ১০ উইকেটে। ২০০৮ সালে তিন ওয়ানডের দু’টিতে ফল এসেছিল। বাংলাদেশ হেরেছিল ৬১ রান ও ১২৮ রানে। ২০১৭ সালেও দাঁড়াতে পারেনি; ১০ উইকেট, ১০৪ রান ও ২০০ রানে হার সফরকারীদের।
তবে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ২১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারায়। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে এবার সেঞ্চুরিয়ান ও ওয়ান্ডারার্সে ছড়াতে পারে কি না তা দেখার অপেক্ষায়।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জনেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলুকওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও লুঙ্গি এনগিদি।


আরো সংবাদ



premium cement
বানিয়াচংয়ে দানবক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসূলের সা. আদর্শ অনুসরণ করতে হবে দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বাগাঁথা তুলে ধরবেন ড. ইউনূস শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে : নাহিদ ইসলাম ঢাবিতে গণপিটুনিতে নিহত তোফাজ্জলের দাফন সম্পন্ন, বিচার দাবি বাংলাদেশে ‘অলিগার্ক’দের শিল্প কারখানার ভবিষ্যৎ কী দৌলতদিয়ায় ২৬টি অটোরিকশাসহ চোর চক্রের প্রধান গ্রেফতার ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়’ ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার! অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

সকল