০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

আন্তর্জাতিক নারী দিবস পালিত

-

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শোভাযাত্রা, সাইকেল র্যালি, আলোচনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুরুত্বসহকারে এই দিনটি পালন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জীবনের প্রতিটি পরতে নারীর ভূমিকা স্মরণে মার্চের ৮ তারিখে বিশ্বব্যাপী পালিত হয় নারী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে জাতীয় পার্টি বনানীস্থ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। জাতীয় নারী আন্দোলন নয়া পল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভিসির নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। গ্রিন ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীদের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মাস্টার কার্ডের সহযোগিতায় দেশে প্রথম নারীকেন্দ্রিক প্রিপেইড চালু করেছে।
এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন এই দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ বুধবার বেলা ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।

 


আরো সংবাদ



premium cement