২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিরোধী দলের সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা শুরু

মোশাররফ-মান্না বৈঠক
-

আগামীতে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে। কয়েক মাস ধরে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হলেও গত শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
এ দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। গতকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসভবনে আলোচনা করতে আসেন। ৬টা ২৫ মিনিটে খন্দকার মোশাররফ হোসেন বাসার নিচতলায় বসার ঘরে এসে তাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করেন।
তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈঠকটি অনানুষ্ঠানিক এবং এটি কোনো রাজনৈতিক বৈঠক নয়। রাত সাড়ে ৮টার দিকে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, কোনো রাজনৈতিক বৈঠক ছিল না। খন্দকার মোশাররফ হোসেন স্যার চায়ের নিমন্ত্রণ দিয়েছিলেন। সে জন্য গিয়েছিলাম। এর বেশি কিছু বলতে রাজি হননি মাহমুদুর রহমান মান্না।
জানা গেছে, জোটের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে অন্তত পাঁচ দিন সময় পার হয়েছে।
নাগরিক ঐক্য সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এককভাবে মাহমুদুর রহমান মান্নার সাথে আলোচনা করতে চেয়েছেন। এ কারণে মান্না একাই এসেছেন কথা বলতে।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড।


আরো সংবাদ



premium cement
তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত চুয়াডাঙ্গায় মাদক কারবারে বাধা দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম সুইসাইড নোটে ঋণের কথা লিখে বিমানকর্মকর্তার আত্মহত্যা যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম রেকর্ড ২৬০৯ ডলার ছাড়িয়েছে আলেমদের সাথে জুলুম করার কারণে আ’লীগের এই পরিণতি হয়েছে : আব্দুল হালিম এক বছরের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরাইলের ৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস ঢাবিতে ‘দলীয় রাজনীতি’ বন্ধ হলে সমন্বয়করা কি কার্যক্রম চালাতে পারবে? শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের বিষয়ে যা জানা যাচ্ছে

সকল