সরকারি চাকুরেদের সবাইকে অফিস করতে হবে : বাড়িতে কাজের সুযোগ বাতিল
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ আগস্ট ২০২০, ০২:২৬
করোনাভাইরাস মহামারীর মধ্যে ৭৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাড়ি বসে কাজ করার যে সুযোগ দেয়া হয়েছিল সে নিয়ম তুলে নেয়া হয়েছে। এখন থেকে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে আগের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতোমধ্যে সব মন্ত্রণালয়কে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। ওই নির্দেশনা মোতাবেক অনেক মন্ত্রণালয় ইতোমধ্যে তা মৌখিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দিয়েছে। বেশ কয়েকটি মন্ত্রণালয়ের শতভাগ কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক অফিস করছেন। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোতেও এক সঙ্গে অফিস করার প্রস্তুতি চলছে। সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে বলা হলেও বয়স্ক, অসুস্থ ও সন্তানসম্ভবাদের আগের মতোই অফিসে যেতে নিষেধ করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। এরপর অফিস আর বন্ধ করা হয়নি। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের জানিয়েছেন, সব কর্মকর্তাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ‘আমরা ইতোমধ্যে আমাদের মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে সেই নির্দেশনা মৌখিকভাবে জানিয়ে দিয়েছি, সব অফিসারকে অফিসে থাকতে বলেছি। ‘এখন অফিসারদের প্রতি নির্দেশ হলোÑ সব অফিসার ৯টা-৫টা অফিস করবেন। ৫টার পরেও যদি অফিসারদের থাকতে হয়, থাকবেন। তবে বৃদ্ধ, গর্ভবতী নারী ও অসুস্থদের বেলায় এটি প্রযোজ্য নয়। জনপ্রশাসন সচিব জানান, ‘লকডাউনের পর অফিস খোলার সময় যেভাবে কাজ করতে সুবিধা হয়, আমরা মন্ত্রণালয়গুলোতে সেভাবে অফিস করতে বলেছিলাম। তখন অনেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ফলো করেছিল (এক সঙ্গে ২৫ শতাংশের বেশি উপস্থিত না থাকা)। জনপ্রশাসন প্রতিমন্ত্রী তখন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি যেন এক সঙ্গে অফিসে উপস্থিত না থাকেন সেই নির্দেশনা দিয়েছিলেন। সেভাবেই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দফতরে এত দিন কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সেই নিয়ম এখন আর কার্যকর নেই।
এ দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন একটি অনলাইন নিউজ পোর্টালকে গতকাল জানান, তারা আস্তে আস্তে অফিস স্বাভাবিক করবেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে এখন থেকে সবাই স্বাভাবিক অফিস করবেন। গত ১৬ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছিল, এই বিভাগের সব অনুবিভাগ প্রধানরা প্রতিদিন দফতরে উপস্থিত থাকবেন। অনুবিভাগ প্রধানরা তাদের অনুবিভাগের কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে যেদিন যাদের অফিসে আসার প্রয়োজন মনে করবেন তাদেরকে অফিসে আসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। সেই আদেশ বাতিল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এখন নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা নিয়ে নতুন অফিস আদেশ জারি করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা