২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণ পরিবহন নেই অন্যান্য যানবাহন প্রায় স্বাভাবিক

রাজধানীতে প্রতিদিনই বাড়ছে যানবাহন, যেন ক্রমেই ফিরে আসছে স্বাভাবিক অবস্থা। গতকাল সকালে বনানী এলাকা থেকে তোলা ছবি : নয়া দিগন্ত -

বিকেল ৪টা। রাজধানীর মানিকনগর বিশ^রোডে স্বাভাবিকের মতোই যান চলাচল। শুধু বাস নেই। অন্যান্য যানবাহন বিশেষ করে রিকশা এবং প্রাইভেট গাড়ির কোনোই কমতি নেই। গতকাল গোটা রাজধানীজুড়েই ছিল এই চিত্র। দোকানপাট সীমিত আকারে খোলার অনুমতি পাওয়ার প্রথম দিনে যত সংখ্যক লোক রাস্তায় নেমেছে তাতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে অনেকেই শঙ্কিত।
গতকাল থেকে সীমিত আকারে দোকানপাট এবং মার্কেট বিপণিবিতান খোলার অনুমতি পেয়েছে। যে কারণে প্রায় দেড় মাস পড়ে সকাল থেকেই রাজধানীর বেশির ভাগ দোকানপাটই খুলেছেন ব্যবসায়ীরা। দোকানপাটে ক্রেতা সংখ্যা কম থাকলেও রাস্তাঘাটে ঠিকই ভিড় লক্ষ করা গেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে ব্যাপকসংখ্যক যানবাহন চলতে দেখা যায়। বিশেষ করে রিকশা, অটোরিকশা এবং প্রাইভেট গাড়ির চলাচল ছিল উল্লেখ করার মতো। কোথাও কোথাও যানজটও লক্ষ করা গেছে। দিন যত বাড়তে থাকে ভিড় ততই বাড়ে। বিকেলে অনেক এলাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। রাস্তার পাশে ইফতারসামগ্রী বিক্রি নিষিদ্ধ থাকলেও গতকাল বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ইফতারসামগ্রী বিক্রি করতে দেখা যায়। আর এসব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি একেবারেই উপেক্ষিত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মানুষকে কোনোভাবেই একজনের গা ঘেঁষে দাঁড়ানো রোধ করা যাচ্ছে না। অনেক স্থানে দেখা গেছে দোকানদার নিজেই উদ্যোগী হয়ে একজন থেকে আরেকজনকে দূরে দাড়ানোর অনুরোধ করছেন কিন্তু ক্রেতারা তা মানতে চাইছেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দোকানগুলো বন্ধ করা হলেও রাস্তার লোকজন কিন্তু কমেনি। অনেককেই রাস্তায় অকারণেই ঘুরতে দেখা যায়।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল