২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ঐক্যফ্রন্টের মানববন্ধনে বক্তারা

ভোট ডাকাতির পর পুরস্কারের উৎসব চলছে

জাতীয় ঐক্যফ্রন্টের মানববন্ধনে বক্তব্য রাখছেন আ স ম আবদুর রব : নয়া দিগন্ত -

অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে জনগণকে সাথে নিয়ে মাঠের আন্দোলন ও জনপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তারা গতকাল বুকে কালোব্যাজ ধারণ করে এক মানববন্ধনে তারা বলেন, গত ৩০ ডিসেম্বর দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করা হয়েছে। ভোট ডাকাতি করে এখন পুরস্কারের উৎসব চলছে। এ উৎসবে শকুনেরা বসেছে। শিগগিরই ভোট ডাকাতির সব তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে বলে তারা বলেন।
‘৩০ ডিসেম্বর ভোট ডাকাতির’ প্রতিবাদে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় ঐক্যফ্রট। গতকাল বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৪টায় শেষ হয়। মানববন্ধনকে ঘিরে প্রেস ক্লাবের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের তৎপর থাকতে দেখা যায়। তবে অসুস্থ ও বিদেশে চিকিৎসাধীন থাকায় মানববন্ধনে অংশ নিতে পারেননি ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহমুদুর রহমান মান্না।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদল, রফিকুল ইসলাম পথিক, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, নাগরিক ঐক্যের মোমিনুল ইসলাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুল ইসলাম হাবিব, কাজী আবুল বাশার, শামীমুর রহমান শামীম, আব্দুল আউয়াল খান, এজিএম শামসুল হক প্রমুখ।
বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও গণফোরাম নেতা মোস্তাক হোসেনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক, বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, মোস্তাফিজুর রহমান বাবুল, ইসতিয়াক আজিজ উলফাৎ, আনোয়ার হোসাইন, নবীউল্লাহ নবী, সাইফুল ইসলাম ফিরোজ, শাজাহান মিয়া সম্রাট, রাজীব আহসান চৌধুরী পাপ্পুসহ ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, জেটেব, জেএসডি, নাগরিক ঐক্য ও গণফোরামের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ৩০ ডিসেম্বর নয়, ২৯ ডিসেম্বর রাতেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা নির্বাচন বাতিল চেয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেছি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে যেমন কুকুর বিড়াল ভোট কেন্দ্রে ছিল, তেমনি এবারের নির্বাচনেও কোনো ভোটারকে কেন্দ্রে যেতে দেয়া হয়নি। আমি বলব- বাংলাদেশের মানুষ সেই মুঘল আমল থেকেই কারো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। কখনোই কারো অন্যায় মেনে নেয়নি। আবারো মানবে না। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার ভেবেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। আজকে দেশের পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। দেশে মেগা উন্নয়নের নামে তারা মেগা দুর্নীতি করছে। এই হলো বর্তমান সরকারের উন্নয়নের নমুনা! এটাই একটা স্বৈরাচারী সরকারের চরিত্র।
ড. মঈন খান বলেন, ভোট দখলের পর সরকার দেশের রাজনৈতিক সঙ্কটকে আরো দীর্ঘায়িত করেছে। এভাবে তো গণতান্ত্রিক অধিকারের সঙ্কট নিরসন হবে না। অথচ এ জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। সরকারকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব।
আ স ম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ছিল, আছে এবং থাকবে। আজকে খালেদা জিয়াসহ ঐক্যফ্রন্ট ও বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে সবার মুক্তি দিতে হবে। ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন, গণতন্ত্র নিহত এবং মানুষ আহত হয়েছে। মানুষ কথা বলতে পারে না। যেন সন্তানকে প্রসবের আগের রাতেই হত্যা করা হয়েছে। মানে ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করা হয়েছে।
তিনি বলেন, আজকে ভোট ডাকাতি করে উৎসব চলছে। এই উৎসবে শকুনেরা বসেছে। রাষ্ট্র আজ ধ্বংস। সব লুট হয়ে গেছে। যে দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অনিয়ম করে সে দেশের ভবিষ্যৎ থাকে না। বাংলাদেশ আজ রাষ্ট্র নয়, প্রজাতন্ত্রও নয়। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। ২৪ ফেব্রুয়ারি ভোট ডাকাতির সবকিছু উলঙ্গ করা হবে। মাঠের আন্দোলন গড়ে তুলতে হবে। ঐক্যফ্রন্টকে বাঁচিয়ে রাখতে হবে।
তিনি আরো বলেন, ৩০ তারিখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু লোক, প্রশাসনের একটি অংশ মিলে যে ডাকাতি করেছে, এখন তার উৎসব করা হচ্ছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলের অধীনে নেয়া হয়েছে। পুরস্কার দেয়া হচ্ছে, ঘুষ দেয়া হয়েছে ইউনিয়ন পর্যায়ে। হাজার হাজার কোটি টাকা ঘুষ দেয়া হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং, রিটার্নিং অফিসারদেরও ঘুষ দেয়া হয়েছে।
ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের অবস্থা মর্মান্তিক। ৩০ ডিসেম্বর বিনা জানাজায় দেশের মানুষের ভোটাধিকারকে কবর দেয়া হয়েছে। এখন চলছে পুরস্কার প্রদানের উৎসব। অপেক্ষা করেন সামনে প্রশাসন ও পুলিশের রঙ্গলীলা দেখার জন্য।
খালেকুজ্জামান রতন সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির গণশুনানি ও গণতদন্ত হবে। জনগণের সামনে তুলে ধরা হবে। আমরা মৌনতার মধ্যে থাকব না। কিভাবে গর্জন দিতে হয় তা আমরা জানি।
সুব্রত চৌধুরী বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার নির্লজ্জ। বিশ্বের কোথাও এ ধরনের সরকার আর নেই। ফ্যাসিবাদী ও স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে তারা।
২০১৪ সালের ৫ জানুয়ারি সরকারের একটা কান কাটা গিয়েছিল। এবার তার পূর্ণতা পেয়েছে। তারা নোবেল পাক!! রোহিঙ্গা ডেকে আনল কিন্তু তাদেরকে ফেরত পাঠানোর মরোদ নেই। ৩০ ডিসেম্বর গণতন্ত্রের লাশ বানিয়ে তার ওপর দাঁড়িয়ে নর্তন-কীর্তন করছে। নোবেল পাক!
তিনি বলেন, সরকারের মনে অনেক জ্বালা আর মুখে হাসি। আসলে এটা হলো কাষ্ঠ হাসি। এদের আমলে বিচার বিভাগ, ভোটাধিকার সব কিছুই অর্থহীন। মিথ্যা মামলায় নিপীড়িতদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে। এ কান্নায় সরকারের পতন হবে।
বিএনপি নেতা আবদুস সালাম বলেন, আমরা শুরু থেকেই সরকারকে ভালোভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আাসছি। কিন্তু তারা যা করেছে তা নজিরবিহীন। এখনো বলি সময় থাকতে সাবধান হোন। তা না হলে জোরালো আন্দোলন শুরু হলে কিন্তু বুঝতে পারবেন। সুতরাং সময় থাকতে নতুন নির্বাচন দিন। আমরা শান্তিপূর্ণ থাকতে চাই।


আরো সংবাদ



premium cement
হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ

সকল