২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাপলা চত্বরে শতাধিক আলেম নিহত হয়েছেন বাবু নগরী

-

বাংলাদেশ হেফাজতে ইসলামের সদস্য সচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, কওমিগোষ্ঠী ও মুসলমানদের পিতা ইব্রাহীম আ: এটা কুরআনের বয়ান। তাহলে কওমি জননীকেও সে রকম হতে হবে। তাকেও ইব্রাহীম আ:-এর মতো দিনদার ও পরহেজগার হতে হবে। জননী তেমন না হলে আমাদের সম্মান থাকবে না।
গত শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ফতুল্লার মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনাসহ ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বেফাকের জেলা শাখার সভাপতি আল্লামা আব্দুল কাদের।
বাবু নগরী আরো বলেন, শাপলা চত্বরে গিয়েছিলাম বিশ্ব নবী সা:-এর ইজ্জত-সম্মান রক্ষা করার জন্য। সেখানে গিয়ে দেখি নারায়ণগঞ্জের ছয় লাশসহ আমার সামনে আরো আটটি লাশ পড়েছিল। সেদিন শতাধিক নিহত ও আহত হয়েছেন অগণিত। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার টেলিফোনে বারবার ফোন আসছিল, আপনি চলে যান।
তিনি বলেন, কোনো কোনো মন্ত্রী ও সচিবরা বলছেন, বর্তমান সরকার ওলামায়ে দেওবন্দিদের মূল ধারায় নিয়ে আসছে, তাহলে বোঝা যাচ্ছে এত দিন ওলামা কেরামদের কোনো মূলধারা ছিল না। সরকার আমাদের সনদের স্বীকৃতি দিয়ে মূলধারায় আনেনি, বরং সরকারই মূলধারায় চলে এসেছে। এত দিন স্বীকৃতি না দিয়ে সরকার মূলধারায় ছিল না। আমরা আগে থেকেই মূলধারায় আছি। সরকার আমাদের স্বীকৃতি দিয়ে সম্মানিত করেনি, সরকার নিজেই সম্মানিত হয়েছে।


আরো সংবাদ



premium cement