ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান
- ক্রীড়া প্রতিবেদক
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫
ম্যাচ শেষে পেসার আজমাতুল্লাহ ওমরজাইকে কাঁধে তুলে উল্লাস করছিলেন আফগান ক্রিকেটাররা। কেনই বা করবে না। এই বোলারই যে কাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম জয় এনে দিয়েছেন আফগানিস্তানকে। ইব্রাহিম জাদরানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়া ১৭৭ রানের ওপর ভর করে আফগানিস্তান ৭ উইকেটে ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দিয়েছিল। সেই রানও প্রায় চেজ করেই ফেলছিল ইংল্যান্ড। কিন্তু ওই আজমাতুল্লাহ ওমরজাইয়ের আগুন ঝরা বোলিং আর জিততে দেয়নি রুট-বাটলারদের। একে একে সেঞ্চুরি করা জো রুট (১২০), জস বাটলার, জেমি ওভারটন ও আদিল রশিদকে আউট করে দলকে ৮ রানের স্মরণীয় জয় এনে দেন। শুরুতে বিদায় করেন ফিল সল্টকে। ওমরজাইয়ের কল্যাণে এই জয়ে একই সাথে সেমিতে খেলার আশা জিইয়ে রাখে দলে। ৫৮ রানে ৫ উইকেট নেন তিনি। যদিও ম্যাচসেরা ইব্রাহিম জাদরান। অন্য দিকে টানা দুই হারে বাদ ইংল্যান্ড। পাকিস্তানের লাহোরে গতকাল আফগানদের ৩২৫ রানের জবাবে ইংল্যান্ড ৪৯.৯ ওভারে ৩১৭ রানে অল আউট। শেষ চারে খেলতে হলে আফগানিস্তানকে এখন আগামীকাল জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্য দিকে ইংলিশদের নিয়ম রক্ষার ম্যাচ ১ মার্চ দক্ষিণ আফ্রিকার সাথে।
অথচ জো রুট যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ পর্যন্ত ইংলিশদেরই জয়ের পাল্লা ভারী ছিল। ১৩৩ রানে ৪ উইকেট পড়ার পর রুটই হাল ধরেন অধিনায়ক জস বটলারকে নিয়ে। দলীয় ২১৬ রানে বাটলার (৩৮) এবং ২৩৩ রানে লিয়াম লিভিংস্টোন (১০) আউট হলেও অপর প্রান্তে অবিচল রুট। জেমি ওভারটনকে নিয়ে এগিয়ে যেতে থাকেন জয়ের দিকে। এরই মধ্যে পূরণ করেন শতরান। কিন্তু ওমরজাইয়ের লাফিয়ে ওঠা বল থার্ডম্যান দিয়ে পাঠাতে গিয়ে ধরা পড়ের কিপারের হাতে। দলীয় ২৮৭ রানে তার ১১১ বলে ১২০ রানের ইনিংস শেষ হওয়ার পরই মূলত জয়ের আশায় ছেদ পড়ে ইংল্যান্ডের। শেষ ভরসা জেমি ওভারটন ৩৮ রানে নবির হাতে ধরা পড়ার পর জোফরা আরচারের ৮ বলে ১৪ রান পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল। ওমরজাইয়ের ওভারে চার রানের বেশি নিতে পারেনি ইংলিশরা। পঞ্চম বলে আদিল রশিদ আউট হলে পর্ব শেষ হয় ইংল্যান্ডের।
এর আগে ইব্রাহিম জাদরানের শতরান এবং হাশমাতুল্লাহ শহিদি (৪০), ওমরজাই (৪১) ও মোহাম্মদ নবির ৪০ রানের ওপর ভর করে তিন শত পার করা ইনিংস আফগানদের। ইব্রাহিম জাদরান হলেন বিস্ময় জন্ম দেয়ায় দক্ষ! যেদিন খেলেন ইতিহাস গড়েই মাঠ ছাড়েন। এর আগে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরিটি এসেছে তার উইলোতে। গতকাল আরো বড় কীর্তি গড়লেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৭ রান করলেন ইব্রাহিম জাদরান। তার ইনিংসেই রেকর্ড গড়ল আফগানিস্তানও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘বি’ তে ডু অর ডাই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তুলল ৩২৫ রান। ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ আফগানিস্তানের।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি মোহাম্মদ নবিরা। মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাটারদের সাজঘরে ফেরার ব্যস্ততা বাড়লেও দলের রানের খাতা শেষ পর্যন্ত টেনে নিয়ে যান ইব্রাহিম। অপর প্রান্তে তাকে সঙ্গ দিতে থাকা অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে নিয়ে রানের ব্যবধান বাড়াতে থাকে জাদরান। এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে রানে গতি বাড়াতে থাকেন দুইয়ে নামা জাদরান। ১০৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করা জাদরান খেলেন ১৪৬ বলে ১৭৭ রানের ঝড়ো ইনিংস।
চার দিন আগে ১৬৫ রানের ইনিংস খেলে শীর্ষে উঠেছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট। এবার তাকে টপকে শীর্ষে উঠে গেলেন ২৩ বছর বয়সী এ আফগান ব্যাটার।
এ দিন আরেকটি রেকর্ডও ভেঙেছেন ইব্রাহিম। অবশ্য সেটি আগে থেকেই ছিল তার। ওয়ানডেতে আফগানিস্তানের জার্সিতে সর্বোচ্চ ১৬২ রান ছাড়িয়ে এবার ১৭৭ করলেন। চোটের কারণে এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আট মাস পর, ওয়ানডে খেলেন ১১ মাস পর। গাদ্দাফি স্টেডিয়ামের ইতিহাসে এর আগে ৬৭ ওয়ানডেতে দেড় শ’ ছোঁয়া ইনিংস ছিল না একটিও। চলতি মাসেই দেড় শ’ রানের ইনিংস দেখা গেল তিনটি।
ইংলিশদের হয়ে জোফরা আর্চার তিনটি, লিয়াম লিভিংস্টোন দুইটি এবং একটি করে উইকেট নেন আদিল রশিদ ও জেমি ওভারটন। আফগানদের হয়ে নবি দুইটি, রশিদ খান একটি, গুলবুদ্দিন নাইব ও ফজল হক ফারুকি একটি করে উইকেট নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা