অতিরিক্ত আইজিসহ ৮২ পুলিশ কর্মকর্তা ওএসডি
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এক অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৮২ শীর্ষ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এর মধ্যে সৈয়দ নুরুল ইসলাম, শাহ মিজান শাফিউর রহমানসহ বেশকয়েকজন বিতর্কিত কর্মকর্তা রয়েছেন। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপকর্মের দোসরসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। আছে খুনের মামলাসহ গুরুতর অভিযোগ। প্রশ্ন জেগেছে এসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এতো এতো অভিযোগ থাকার পরেও কেন এত দেরি হলো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। এদের মধ্যে কেউ কেউ ফ্যাসিস্ট সরকারের পতনের পর পলাতক রয়েছেন এবং কর্মস্থলেই যোগ দেননি। তাদেরকে এখনো বরখাস্ত না করে ওএসডি করার বিষয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
ওএসডির তালিকায় অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ এবং ১৩ ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদের কর্মকর্তা রয়েছেন। গতকাল মঙ্গলবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি আদেশ জারি করা হয়েছে। ওএসডি মূলত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যত দায়িত্বহীন করে দেয়া। সাধারণত গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে কোনো কর্মকর্তাকে ওএসডি করা হলে তা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই ধরা হয়। যদিও সরকারি ভাষ্য অনুযায়ী, এটি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ।
ওএসডি হওয়া অন্যান্য কর্মকর্তা হলেন ডিআইজি এসএম মোস্তাক আহমেদ খান, অতি. ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, মাসুদ আহাম্মদ, মারুফ হোসেন সরদার, পুলিশ সুপার নাবিদ কামাল শৈবাল, মো: ইব্রাহীম খান, হামিদুল আলম, অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, মো: ফারুক উল হক, আমির জাফর, সাজিদ হোসেন, মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, এসপি জয়নুল আবেদিন, মোল্লা জাহাঙ্গির হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান শাহ, এসপি আজবাহার আলী শেখ, অতিরিক্ত ডিআইজি সোহেল রেজা, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, মুহাম্মদ জাহাঙ্গির মল্লিক, কাজি মুত্তাকী ইবনু মিনান, মোহাম্মদ শরিফুর রহমান, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, ড. শামসুন্নাহার, রিফাত রহমান শামীম, মিরাজ উদ্দিন আহম্মেদ, মো: মাশরুকুর রহমান খালেদ, সঞ্জিত কুমার রায়, জাকির হোসেন খান, মুহাম্মদ সাইদুর রহমান খান, আসমা সিদ্দিকা মিলি, আব্দুল মোমেন, শাহ আবিদ হোসেন, জয়দেব চৌধুরী, দেলোয়ার হোসেন, কাজী আশরাফুল আজীম, নুরে আলম মিনা, এবিএম মাসুদ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মোহা: আহমার উজ্জামান, মো: আলমগীর কবির, ইলিয়াছ শরীফ, আ স ম মাহাতাব উদ্দিন, সৈয়দ নুরুল ইসলাম, আনেয়ার হোসেন খান, এসপি এস এম জাহাঙ্গীর আলম সরকার, ডিআইজি জিহাদুল কবির, ডিআইজি মো: মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহ জালাল, বরকতুল্লাহ খান, এআইজি মোহাম্মদ উল্ল্যা, এস এম শফিউল্লাহ, অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, ডিআইজি মাহবুবুর রহমান, মঈনুল হক, অতিরিক্ত ডিআইজি খান মো. রেজোয়ান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান, পংকজ কুমার চন্দ্র, ডিআইজি সাইফুল ইসলাম, এসপি মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত ডিআইজি মোকতার হোসেন, মারুফ হোসেন, মোহাম্মদ মাইনুল হাসান, মো: শহিদুল্লাহ, ডিএম মোজাহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, সাইফুল্লাহ আল মামুন, টুটুল চক্রবর্তী মো: ইকবাল হোসেন, মো: রশীদুল হাসান, মো: আলী আশরাফ ভূঁঞা, মিজানুর রহমান, সৈয়দ আবু সায়েম, মোহা: মনিরুজ্জামান, গিয়াস উদ্দিন আহমদ, আশরাফ হোসেন এবং এসএম রশিদুল হক।