২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

প্রবীণ রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের ইন্তেকাল

-


প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ভোর ৬টার দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের নিজ বাসায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে আবদুল্লাহ আল নোমান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তার সহধর্মিণ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানা যায় গতকালই তার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল। তার মৃত্যুতে সমাবেশ স্থগিত করা হয়।
আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ধানমন্ডির বাসায় নেতাকর্মীরা আসতে শুরু করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ নেতারা বাসায় ছুটে যান।

বিকেলে দলের প্রবীণ এ নেতাকে শেষ শ্রদ্ধা জানায় বিএনপি। বাদ আসর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার কফিন আনা হয়। প্রথমে কালো কাপড়ে আচ্ছাদিত স্থানে কফিনটি রাখার পর মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ বিএনপির পতাকা দিয়ে ঢেকে দেন। পরে মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতারা দলের পক্ষ থেকে কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এর পরে পর্যায়ক্রমে ঢাকা মহানগর বিএনপি, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয় মরহুমের কফিনে। এর আগে নয়াপল্টনের সড়কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিব ছাড়াও কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, জহির উদ্দিন স্বপন, এম এ হালিম, শাহজাদা মিয়া, আরিফুল হক চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, মাহবুবের রহমান শামীম, মীর হেলাল, ইশরাক হোসেন, বিএলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। নয়াপল্টনে জানাজার আগে বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল নোমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
১৯৯১ সালে চট্টগ্রাম-৯ আসন এবং ২০০১ সালে চট্টগ্রাম-১০ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নোমান। খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান, বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন।

নয়াপল্টনে জানাজার আগে বিএনপি মহাসচিব বলেন ‘বাংলাদেশের অন্যতম জাতীয় নেতা, আমাদের প্রিয় নেতা বিশেষ করে বীর চট্টলার মানুষের কাছে অত্যন্ত প্রিয়, বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেতা, আমাদের নেতা আবদুল্লাহ আল নোমান আমাদের মাঝ থেকে চলে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দল ও পার্টির কাজে নিজেকে উৎসর্গ করেছেন। সেই নেতা আমাদের মাঝ থেকে চলে যাওয়াতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা খুব সহজে পূরণ হবার নয়। তার চলে যাওয়া নিঃসন্দেহে আমাদের জন্যে অত্যন্ত শোকাবহ।
মরহুমের ছেলে সাঈদ আল নোমান তার বাবার রুহের মাগফিরাত চেয়ে দলের নেতাকর্মীদের কাছে দোয়া চান।
বাম ঘরানার রাজনীতি থেকে আসা আবদুল্লাহ আল নোমান ‘৮০’র দশকে বিএনপিতে যোগ দেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন শ্রমজীবীদের জীবনজীবিকার সংগ্রামে। বিএনপির রাজনীতিতে পথ চলায় তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি দলের যুগ্ম মহাসচিব হন। এরপর আমৃত্যু তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন সক্রিয়।

প্রধান উপদেষ্টার শোক : বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতিতে একজন গুণী নেতা ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এই বীর মুক্তিযোদ্ধা। ষাটের দশকের শুরু থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থেকেছেন আবদুল্লাহ আল নোমান।’ তিনি বলেন, রাজনৈতিক ঘরানার বাইরেও চট্টগ্রামে সব দলমতের মানুষের কাছে শ্রদ্ধার আসনে ছিলেন তিনি। প্রধান উপদেষ্টা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারেক রহমানের শোক : গতকাল এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘মরহুম আবদুল্লাহ আল নোমান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দেশের সব ক্রান্তিকালে জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে দেশবাসীর নিকট অত্যন্ত সমাদৃত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম আবদুল্লাহ আল নোমান বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। ’৭১-এর মুক্তিযুদ্ধের একজন অনন্য সংগঠক হিসেবে তার অবদান জাতির নিকট চির অম্লান হয়ে থাকবে। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তার ছিল অকৃত্রিম গ্রহণযোগ্যতা। আমি আবদুল্লাহ আল নোমানের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

ধর্ম উপদেষ্টা : গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এক শোকবার্তায় আবদুল্লাহ আল নোমানের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জামায়াতে ইসলামী : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম এক শোকবাণীতে বলেন, আমি তার ইন্তিকালে শোক প্রকাশ করছি। তিনি আরো বলেন, আব্দুল্লাহ আল নোমান একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার অনেক অবদান রয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের শোক : আবদুল্লাহ আল নোমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
চট্টগ্রাম থেকে বিশেষ সংবাদদাতা জানান, বন্দরনগরী চট্টগ্রামে আগামী শুক্রবার বাদ জুমা জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে মরহুমের প্রধান নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদে আসর রাউজানের গহিরার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
সিটি মেয়র ডা: শাহাদাতের শোক : শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর সংবাদ ছিল আমার জন্য ভীষণ কষ্টের। তার হাত ধরেই আমরা রাজনীতি শুরু করেছি। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন কিংবদন্তি রাজনীতিবিদ।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর শোক : বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শোক : এ দিকে এক শোকবাণীতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক মন্ত্রী চট্টগ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের রূপকার আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত।


আরো সংবাদ



premium cement
মহিষ কিনতে ভারতে ৫ কর্মকর্তা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী আজ দুই ঘণ্টা পর জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে পল্টনে জামান টাওয়ারে আগুন খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে : আসিফ মাহমুদ লোহাগাড়ায় বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে লাগা আগুনে খড়বোঝাই পিকআপ পুড়ে ছাই ফতুল্লায় নিখোঁজ শিশুর লাশ ইটভাটার ঝোঁপ থেকে উদ্ধার যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইকারীর গুলিতে আহত ১ ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি একটি পরিবারকে আমানতের ৮৭ শতাংশ দেয়া হয়েছে : গভর্নর টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট

সকল