এ টি এম আজহারের রিভিউ শুনানি মুলতবি
- হাবিবুর রহমান
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০, আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৭
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে রিভিউ আবেদনের ওপর আংশিক শুনানি শেষে আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি রেখেছেন।
গতকাল শুনানির শুরুতে সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলেন এ রিভিউ আবেদন ফাইল করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবু হোসেন। তিনি ইন্তেকাল করায় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক এ দায়িত্ব নিয়েছেন। তবে ব্যারিস্টার আবদুর রাজ্জাক অসুস্থ থাকায় তার পক্ষে ব্যারিস্টার এহসান এ সিদ্দিককে শুনানি করার অনুমতি প্রার্থনা করেন তিনি। আদালত আবেদন মঞ্জুর করলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক শুনানি করেন। তাকে সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন। শুনানির এক পর্যায়ে আদালত সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগীর মতামত নেন।
বেলা সোয়া ১০টায় আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাসে শুনানি শুরু হয়। শুনানিতে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক প্রথাগত আন্তর্জাতিক আইন এ মামলায় প্রযোজ্য হবে না বলে আপিল বিভাগ এর আগে যে রায় দিয়েছিলেন সে বিষয়ে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতে বলেন এ মামলায় প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে।
শুনানির এক পর্যায়ে রিভিউ আবেদনের এ পর্যায়ে লিভ গ্রান্ড করতে হবে আগে, না কি সরাসরি রিভিউ আবেদন মঞ্জুর করতে পারবে সে বিষয়ে সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগীর মতামত চান। জবাবে তিনি বলেন এ মামলাটি ট্রাইব্যুনাল থেকে সরাসরি আপিল বিভাগে এসেছে। মৃত্যুদণ্ডের সাজার ক্ষেত্রে প্রথমে মামলা হাইকোর্টে আসে। এ ক্ষেত্রে যেহেতু সরাসরি আপিল বিভাগে এসেছে তাই রিভিউতে এটা আপিল হতে পারে। অতিতে লিভ গ্রান্ড করার নজির রয়েছে।
এরপর প্রধান বিচারপতি বলেন ১৪টি গ্রাউন্ডে রিভিউ আবেদন করা হয়েছে। অ্যাডিশনাল গ্রাউন্ড আছে কি না? জবাবে আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক বলেন নতুন গ্রাউন্ড আছে। এ সময় প্রধান বিচারপতি শুনানি মুলতবি রেখে পরবর্তী শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন।
আমরা ন্যায়বিচার প্রত্যাশী : এ দিকে রিভিউ আবেদনের শুনানি দেখতে আপিল বিভাগে আসেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আপিল বিভাগ শুনানি মুলতবি করার পর আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আদালতের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। আমরা ন্যায়বিচার প্রত্যাশী। আদালতের ওপর চাপপ্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। আমরা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। আমরা আদালতে এসেছিলাম পর্যবেক্ষণ করার জন্য। বুধবার আবারো শুনানি হবে, সিনিয়র আইনজীবীরা শুনানি করবেন। শুনানির পরে আদালত নিশ্চয় কোনো আদেশ দেবেন। আমরা ওয়েট করছি। আমরা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। ইনশাল্লাহ আদালতে জুলুমে বিরুদ্ধে আমরা ন্যায়বিচার পাব।
শুনানির বিষয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন এটিএম আজহারুল ইসলামকে ফ্যাসিস্ট সরকারের সময় তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন করেছিলাম। সেই রিভিউ আবেদন আজ আংশিক শুনানি হয়েছে। বুধবার সকালে আবার আপিল বিভাগের টপ মোস্ট আইটেম হিসেবে শুনানি হবে।
এক প্রশ্নের জবাবে শিশির মনির বলেন প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতে আপিল বিভাগ বলেছেন। এটিই আজ রিভিউ হচ্ছে। এ যে আন্তর্জাতিক আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না। এ কথা বলে যে রায় দেয়া হয়েছে তা শুধু এটিএম আজহারে ক্ষেত্রে নয়; আবদুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী সবার ক্ষেত্রে এ যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় বলে রায় দিয়েছিল। আজকে রিভিউ আবেদনে আলোচনা উঠেছে অতীতের সব রায়, এ যে পর্যবেক্ষণ তারা দিলো এবং এ মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করা হলো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা