২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার -

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেসক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন।
১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, তার বাংলাদেশ সফর দেশের তরুণ-তরুণীদের সাথে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এই অগ্রণী প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে।
চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি।’
চিঠিতে আরো বলা হয়, ‘বাংলাদেশের অবকাঠামোর সাথে স্টারলিংকের সংযোগ যুক্ত করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুবসমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।’
প্রধান উপদেষ্টা তার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, যাতে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর ক্ষেত্র প্রস্তুত করা যায়।
অধ্যাপক ইউনূস ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে দীর্ঘ সময় ধরে ফোনালাপ করেন। এ সময় ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে ঢাকায় কুয়েটের ৮০ শিক্ষার্থী
খুলনা ব্যুরো জানায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী গতকাল রোববার সকালে দু’টি বাসে করে ঢাকা গেছেন। ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, প্রো-ভিসি চ্যান্সেলর প্রফেসর ড. শরিফুল ইসলামের অপসারণ ও সেসব পদে নতুন নিয়োগসহ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে তারা ঢাকা যাচ্ছেন বলে জানা গেছে।
অপর দিকে দিকে কুয়েটের অনাকাক্সিক্ষত ঘটনার সাথে জড়িতদের বিচার করা ও চিকিৎসাধীন অবস্থায় পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন সদর দফতর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। গতকাল হরোববার সকাল ৮টায় দু’টি বাসে করে ৮০ শিক্ষার্থী ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তাদের মাথায় ও চোখে লাল কাপড় বাধা ছিল। যাত্রা শুরুর আগে প্রেসব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাস নিরাপত্তাহীন। এ জন্য আমাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করব। এরপর নিরাপদ জায়গায় চলে যাবো। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরব না। হলগুলো শাটডাউন থাকবে। অনলাইনে আমাদের কার্যক্রম চলবে। এক প্রশ্নের উত্তরে তারা বলেন, ভিসিসহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন, আমাদের দাবি মেনে নেয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য। হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত। কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম-পরিচয়, ছবি বিস্তারিত দেয়া হয়েছে। কিন্তু কুয়েটে ছাত্রদল সমর্থক ও বিএনপির লোকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমাদের মনে হচ্ছে কুয়েট প্রশাসনেই সমস্যা রয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার কাছে ছয় দফা দাবি জানিয়ে চিঠি পাঠান হয়েছে।
এ দিকে গতকাল রোববার দুপুরে খুলনা মহানগর বিএনপি এক প্রেসব্রিফিংয়ে তাদের দলের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ। গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কেএমপির সদর দফতর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন খুলনা মহানগর সদস্য সচিব শাফিকুল আলম তুহিন। তিনি বলেন, কুয়েটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও একটি গুপ্ত সংগঠনের কার্যক্রম রয়েছে। এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি রয়েছে। অথচ ছাত্রদল কর্মকাণ্ড পরিচালনা করতে গেলেই তাদের যত বিপত্তি।
তিনি বলেন, বিএনপির তিস্তা কর্মসূচি আড়াল করার জন্য সুপরিকল্পিতভাবে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো হয়েছে। ভিসির ওপর হামলা করে আহত করা হয়েছে। প্রো-ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আমাদের পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল