২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

এখন যারা বড় বড় কথা বলছেন তারা মাঠে ছিলেন না আন্দোলনে : তারেক রহমান

যশোরে বিএনপির জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান : নয়া দিগন্ত -

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন, গুম এবং লুটতরাজ করে। তখন নানাধরনের নির্যাতনের মুখে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল রাজপথে থেকে লড়াই করেছে। এখন যারা বড় বড় কথা বলছে তারা তখন স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাঠে ছিল না। বিএনপির মূল লক্ষ্য ভেঙেপড়া রাষ্ট্রকাঠামো মেরামত করা। কৃষকের উৎপাদন, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করাও বিএনপির লক্ষ্য। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব করবে। গতকাল শনিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরো বলেন, বিএনপির কোনো কোনো নেতাকর্মী হয়তো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে। আমরা জানার সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে বিএনপির পরিকল্পনা মানুষকে জানাতে হবে। পতিত সরকার রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে আড়াই বছর আগে বিএনপি ৩২ দফার মাধ্যমে সেটি প্রকাশ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন সময় হচ্ছে কথা বলার চেয়ে কাজ বেশি করার। নেতাকর্মীদের সেদিকেই নজর দেয়ার নির্দেশ দেন তিনি।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক ঘণ্টা বিরতি দিয়ে সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দু’টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক হাজার ৬১৬ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন বলে জানান নির্বাচন কমিশনের সদস্যরা। পাশের আলমগীর সিদ্দিকী হলে দুপুর দু’টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা পাঁচটা পর্যন্ত ভোট দেয়ার সুযোগ পান কাউন্সিলররা।
সভাপতি পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।


আরো সংবাদ



premium cement
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক

সকল