কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি
- নিজস্ব প্রতিবেদক
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪
আগে স্থানীয় সরকার না জাতীয় সংসদ নির্বাচন এমন বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের অংশগ্রহণ করা উচিত নয় বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, এই সরকারকে প্রথমেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে যে, স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন কখন হবে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
একটি অবাধ নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব উল্লেখ করে রিজভী বলেন, দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজ যাদের ১৮ বছর বয়স, যাদের একুশ বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোট কী তারা জানে না। কারণ ১৭ বছর ভোট হয়েছে চতুষ্পদ জন্তু দিয়ে ভোটকেন্দ্রে, দিনের ভোট রাতে করেছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। এগুলো থেকে উত্তরণ ঘটিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব।
আবার যদি দেশে ফ্যাসিবাদের উত্থান হয় তবে একুশের চেতনাই তা রুখবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনো দিন ম্লান হবে না। যদি আবারো কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের দামাল ছেলেদের, এদেশের জনগণকে আবারো রাজপথে লড়াইয়ে নামতে উদ্ধুদ্ধ করবে।
‘খালেদা-তারেক নিয়ে ফেসবুকে দেয়া তথ্য সঠিক নয়’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের কিছু কিছু নেতা বা কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এগুলো ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু এটা আমাদের দল বিএনপির অবস্থান নয়। এই কথাটা আপনাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম।’
এর আগে ভোর সাড়ে ৬টায় বলাকা সিনেমা হলের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে যান রিজভী। সেখানে ভাষাশহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে বিএনপির প্রভাতফেরি। রিজভীর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তার সাথে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, নাসির উদ্দিন অসীম, সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সপু, আমিনুল হক, ইশরাক হোসেন, মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা