বিএনপির ৭০০ নেতাকর্মীকে গুম করেছে আ’লীগ
- কুমিল্লা ও লাকসাম প্রতিনিধি
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ৭০০ নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ। কুমিল্লার দু’জন জনপ্রিয় নেতাকে গুমের মধ্য দিয়ে তাদের গুম কর্মকাণ্ড শুরু হয়েছিল। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সব সেক্টরকে ধ্বংস করেছে। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তাই সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।
৩১ দফা বাস্তবায়নে গতকাল বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি রাজনীতি সব ধ্বংস করে দিয়ে গেছে। ভোট ছাড়া আওয়ামী লীগ দেশের ক্ষমতা দখল করেছিল দীর্ঘ বছর। সবশেষ ডামি নির্বাচন করে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা।
সবাই সহায়তা না করলে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে। বিএনপি দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে। কিন্তু অনেকের ভাবখানা এমন বিএনপি কিছুই করেনি। তিনি আরো বলেন, ‘সংস্কার সংস্কার করছে কিছু লোক কিন্তু এসব সাধারণ মানুষ বোঝে না। দুই বেলা পেটপুরে খেতে পারাটাই সবচেয়ে বড় সংস্কার। দয়া করে দেশের মানুষকে শান্তি দিন।
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। সে জন্য বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। দেশে ভোট হলে দেশ স্থিতিশীল হবে। অন্যান্য দলেরও এই কথা বলা উচিত। জাতিকে অনিশ্চয়তায় না রেখে প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচন দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি বলেন, লাকসাম-মনোহরগঞ্জের মানুষকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসি, কেননা আপনারা আওয়ামী লীগের ১৬ বছরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গুম, খুন ও নির্যাতনের স্বীকার হয়েও প্রিয় দলকে ত্যাগ করেননি। আজকের জনসভায় আপনাদের উপস্থিতি তার প্রমাণ।
বাংলাদেশের চলমান সব অব্যবস্থাপনা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ মাধ্যমেই সমাধান সম্ভব। তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ কর্মসূচি দেশের মানুষকে জাগ্রত করেছিল। তাই তিনি (তারেক রহমান) দেশের সব মানুষের সহযোগিতা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে চান।
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা শাখার আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ বক্তা ছিলেন লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জান আমির, সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।
এ সময় আরো বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: নুরুল্লাহ রায়হান, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর উত্তরসূরি আয়াজ আলী চৌধুরী, গুম পরিবারের সদস্য শাহরিয়ার কবির রাতুল ও রাফসানুল ইসলাম প্রমুখ।
বিকেল ৩টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই লাকসাম স্টেডিয়াম বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেøাগানে প্রকম্পিত করেন লাকসাম-মনোহরগঞ্জসহ আশপাশের এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা