১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক : আলী রিয়াজ

জুলাই সনদের ওপর নির্ভর করবে জাতীয় নির্বাচন কবে হবে : প্রেস সচিব
-

সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে শিগগিরই প্রতিটি রাজনৈতিক দলের সাথে আলাদা করে বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি বলেন, আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আর কোনো বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগী করবেন।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে আলী রিয়াজ এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব আহমেদ ফয়েজ উপস্থিত ছিলেন। এর আগে বিকেল থেকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংলাপের ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য তাদের কিছুটা সময় দিতে হবে। আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে সংলাপটি সম্পন্ন হোক। কেননা, এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার, যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।

সংস্কার কমিশনকে বেঁধে দেয়া ছয় মাসের মধ্যেই সংলাপ হবে কি না জানতে চাইলে আলী রিয়াজ বলেন, আমরা আশা করছি, যদি সম্ভব হয় ছয় মাসের মধ্যেই করে ফেলব। তবে আমরা তো সংস্কার প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি। রাজনৈতিক দলগুলোকেও প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে হবে। এ লক্ষ্যে তাদের সময়ও দিতে হবে। ফলে আমরা মনে করছি, কিছুটা সময় লাগবে। তবে বাস্তবতা হলো, আমরা যত দ্রুত সম্ভব সংলাপ এবং পর্যালোচনাগুলো শুরু করতে চাচ্ছি। তিনি আরো বলেন, বৈঠকে ড. ইউনূস জানিয়েছেন, এই মুহূর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। রাজনৈতিক দল, নাগরিক এবং দেশের মানুষ হিসেবে সবার দায়িত্ব হচ্ছে সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আশা করছি, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদা-আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলব। প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, এখন পর্যন্ত যেসব সংস্কার প্রতিবেদন হাতে এসেছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য। আমরা এ ব্যাপারে খুব দ্রুতই ব্যবস্থা নেব।

জুলাই সনদের ওপর নির্ভর করবে নির্বাচন : প্রেস সচিব
জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই সনদের ওপর নির্ভর করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। গতকাল বিকেলে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিগুলো বাস্তবায়ন করবে।
প্রেস সচিব জুলাই সনদের ব্যাখ্যা দিয়ে বলেন, ছয়সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। এটাই হবে জুলাই সনদ।

সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন শফিকুল আলম। তিনি বলেন, আর যেসব ক্ষেত্রে মূল ঐকমত্য প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে।
প্রেসসচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং এরপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কীভাবে আমাদের গণতান্ত্রিক রূপান্তর হবে তার জন্য আজকের রাজনৈতিক সংলাপের সূচনা।
গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে এই কমিশনের সহসভাপতি করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন-জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।


আরো সংবাদ



premium cement
তামাক চাষের নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা রমজানে মুসলিম কর্মীদের এক ঘণ্টা আগে ছুটি তেলঙ্গানায়, আপত্তি বিজেপির খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত : ব্যারিস্টার সালাউদ্দিন আইন করে আ’লীগকে নিষিদ্ধ করা হোক : আবু হানিফ রাজনৈতিক হয়রানির লক্ষ্যে খালেদা জিয়াকে আসামি করা হয়েছে শাহপরী দ্বীপে ২ লাখ পিস ইয়াবাসহ আটক ৭ পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

সকল