১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`
ইতিবাচক সব সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত

সংস্কারের বিষয়ে ঐকমত্যের পর নির্বাচন হতে হবে

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন ডা: আবদুল্লাহ মো: তাহের : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেছেন, সংস্কার প্রয়োজন। এজন্য আমরা বলেছি আগে সংস্কারের বিষয়ে একমত হই। তারপর যথাশীঘ্র সম্ভব নির্বাচন হতে হবে।
গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে যোগ দেন। ডা: তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং অ্যাডভোকেট মশিউল আলম।
বৈঠক শেষে আব্দুল্লাহ মো: তাহের গণমাধ্যমকে বলেন, আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের পৃথকভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে, যা আমরা স্বাগত জানিয়েছি। আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, কমিশন আমাদের কিছু বই সরবরাহ করবে, যা পর্যালোচনার পর জামায়াত ইসলামী ও সরকারের প্রতিনিধিদলের মধ্যে আলাদা বৈঠক হবে। সেখানে আমরা আমাদের মূলসিদ্ধান্ত ও মতামত তুলে ধরব।

ডা: তাহের বলেন আমরা বলেছি সব ইতিবাচক সিদ্ধান্তের প্রতি জামায়াত সমর্থন জানাবে। সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তগুলোতে পৌঁছার পর যথাশীঘ্র সম্ভব যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণে আমরা আহ্বান জানিয়েছি।
জাতিসঙ্ঘের মানবাধিকার হাইকমিশনকে অভিনন্দন : জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের গণহত্যার ‘সত্যতা’ উদ্ঘাটিত হওয়ায় হাইকমিশনকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে অমানবিক ও নির্মম গণহত্যা চালিয়েছে, তারই স্বীকৃতি পাওয়া গেল বিশ্ব সংস্থা জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে। খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডদের তথ্য ও পরিচয় এ তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে জাতিসঙ্ঘ। এ প্রতিবেদনের মাধ্যমে ‘সত্য’ উদ্ঘাটিত হওয়ায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই যে গত জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে তা জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে উন্মোচিত হলো। এতে গোটাজাতি স্বস্তিবোধ করছে এবং অপরাধীদের বিচারের ব্যাপারে আশান্বিত হয়েছে। জাতিসঙ্ঘের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে, খুনি শেখ হাসিনার নির্দেশেই দেশে গণহত্যা সঙ্ঘটিত ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। খুনিদের মাস্টারমাইন্ড ও তার দোসরদের মাধ্যমেই দেশের নাগরিকদের ওপর অকথ্য জুলুম-নির্যাতন, গুম এবং চরম বীভৎস ও লোমহর্ষক গণহত্যা চালানো হয়েছে। লাশ স্তূপ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। আয়নাঘর বানিয়ে দেশের মানুষকে গুম ও পাশবিক নির্যাতন করা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, মজলুমের পক্ষে নয়; বরঞ্চ মজলুম বিষয়ে জাতিসঙ্ঘের এ রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে। অন্তর্বর্তী সরকারকে সব গণহত্যাকারী এবং এর সাথে সংশ্লিষ্ট সবার বিচার নিশ্চিত করতে হবে। জনগণ মনে করে গণহত্যার অপরাধে অপরাধী হিসেবে আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এ জনআকাক্সক্ষা অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির বিষয়টিও অন্তর্বর্তী সরকারকে বিবেচনায় নেয়া উচিত বলে আমরা মনে করি।
বিক্ষোভ সমাবেশ ১৮ ফেব্রুয়ারি : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তিদান, জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়ার দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪.৩০টায় পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।


আরো সংবাদ



premium cement
তামাক চাষের নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা রমজানে মুসলিম কর্মীদের এক ঘণ্টা আগে ছুটি তেলঙ্গানায়, আপত্তি বিজেপির খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত : ব্যারিস্টার সালাউদ্দিন আইন করে আ’লীগকে নিষিদ্ধ করা হোক : আবু হানিফ রাজনৈতিক হয়রানির লক্ষ্যে খালেদা জিয়াকে আসামি করা হয়েছে শাহপরী দ্বীপে ২ লাখ পিস ইয়াবাসহ আটক ৭ পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

সকল