সম্পর্কের অবনতি ঠেকানোর বার্তা দেবে ঢাকা
মাস্কাটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক- কূটনৈতিক প্রতিবেদক
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২
ওমানের রাজধানী মাস্কাটে আজ রোববার থেকে শুরু হওয়া অস্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পাঁচ মাস পর মাস্কাটে তারা মিলিত হচ্ছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর ছাড়া দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ক্রমাগত অভিযোগ, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারে ভাঙচুর এবং জাতীয় পতাকার অবমাননা, ভারতের আশ্রয়ে থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য ও নির্দেশনা এবং সর্বশেষ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়িঘরে ছাত্র-জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে বড় ধরনের টানাপড়েন সৃষ্টি হয়েছে।
দুই দেশের কূটনীতিকদের তলব-পাল্টা তলবের মাধ্যমে পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মাস্কাটে অনুষ্ঠেয় জয়শঙ্করের সাথে আসন্ন বৈঠকে সম্পর্কের আর যাতে অবনতি না ঘটে সেই বার্তা দেবেন তৌহিদ হোসেন। ভারতের থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা যাতে সেখানে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করেন, সেই আহ্বান জানানো হবে। এ ছাড়া দুই দেশের সীমান্ত নিয়ে ইতোপূর্বে সম্মত সিদ্ধান্ত মেনে চলা, সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা না বাড়ানোর অনুরোধ জানানো হবে। আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় সাত জাতি বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়েও এতে আলাপ হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ ব্যাপারে বলেছেন, অস্টম ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেয়ার জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে সামুদ্রিক অংশীদারিত্ব, গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে আরো জোরদার করা, সামুদ্রিক অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক সরবরাহ চেইন শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সামুদ্রিক সরবরাহ চেইন শক্তিশালী করা সংক্রান্ত প্ল্যানারিতে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। তিনি বলেন, এই সফরে ওমান সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা এবং সম্মেলনের সাইডলাইনে ভারতসহ অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সাথে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সাথে গঠনমূলক আলোচনার মাধ্যমে এ অঞ্চলের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ক্রমবর্ধমান সহযোগিতার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা