১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`
দুবাইয়ে ড. ইউনূস

ডিসেম্বরে হতে পারে নির্বাচন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দুবাইয়ে ইউএইর স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইজ বৈঠক করেন : পিআইডি -

অন্তর্র্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসছি। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেবো। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।
গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেশনটি পরিচালনা করেন সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসন।
বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ড. ইউনূস বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন। যেমন- ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল, ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইনশৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. ইউনূস বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট সরকারের বিচার করতেও আমরা কাজ করছি।
বেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন। এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। সেগুলো বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। তিনি আরো বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা।
তিনি বলেন, শেখ হাসিনা এ পর্যন্ত যত নির্বাচন করেছে সব ছিল ভুয়া নির্বাচন। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সবদিকের উন্নতি হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, আমার কাজ যখন শেষ হয়ে যাবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আমি যে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করি সেই কাজেই ফিরে যাবো।
শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে ভারতের কাছ থেকে কোনো সাড়া মিলেছে কি না জানতে চাইলে তিনি বলেন, জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। হত্যা, গুম, নির্যাতন, কিভাবে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে, সবকিছু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সবকিছু রেকর্ডে আছে এখন। সুতরাং আমাদের এখন কারো কাছে গিয়ে কী কী হয়েছে জানানোর প্রয়োজন নেই।
তিনি বলেন, আমরা জাতিসঙ্ঘের সুপারিশগুলো নিয়ে কাজ করব, যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা বিশ্বের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছি। সবাই আমাদের আশ্বস্ত করেছেন সহায়তা করার। তারা আমাদের সাথে মিলে নতুন বাংলাদেশ গড়তে চান। পুরো দেশ ধ্বংস করে দেয়া হয়েছে, বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। আমরা সেগুলো ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু প্রক্রিয়া অনেক জটিল।
আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
বাসস জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সংযুক্ত আরব-আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস সাক্ষাৎ করেছেন। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে গতকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সরকারি নেতাদের মর্যাদাপূর্ণ এই বার্ষিক সম্মেলনে যোগ দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনার উপস্থিতি এই সমাবেশকে আরো উজ্জ্বল করেছে। তিনি বলেন, আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি। এ সময় উভয় নেতা ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মোহাম্মদ আল ওয়াইস বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময়ে নেতৃত্ব দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলোর প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান। তিনি দশ লাখেরও বেশি বাংলাদেশীকে কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য ইউএই সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার স্থানীয় সময় রাত ১১:১৫ মিনিটে প্রধান উপদেষ্টা দুবাইয়ে পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান।
পরে উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।
শবে-বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান
বাসস জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পবিত্র শবে-বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র শবে-বরাত উপলক্ষে গতকাল এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।’ তিনি পবিত্র শবে-বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, এই সৌভাগ্যময় রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। এই মহিমাময় রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত। তিনি বলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মাফ করুন ও হেফাজত করুন, আমিন।’
কোস্ট গার্ডের প্রশংসায় প্রধান উপদেষ্টা : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সুনীল অর্থনীতিকেন্দ্রিক কার্যক্রমের নিরাপত্তা বিধানে কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করছে।
আজ বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৫’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি গতকাল এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা কোস্টগার্ডের সর্বস্তরের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সুনীল অর্থনীতি এবং বাংলাদেশের সার্বভৌম জলসীমায় নিরাপত্তা জোরদারের গুরুত্ব বিবেচনায় ১৯৯৪ সালে ‘গার্ডিয়ান অ্যাট সী’ মূলমন্ত্র নিয়ে ‘বাংলাদেশ কোস্ট গার্ড’ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এ সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দুঃসাহসিক আত্মত্যাগ, ধৈর্য এবং ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বদা দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য এবং প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উপলক্ষে নেয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।


আরো সংবাদ



premium cement
হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল তিস্তা অববাহিকা বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে : তারেক রহমান গাজায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের সৌদি থেকে আউট পাসে ফেরত আসছেন শত শত বাংলাদেশী জনগণ আন্দোলনের মাধ্যমে এ টি এম আজহারকে মুক্ত করে আনবে : ডা: শফিক তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা দিতে চায় চীন : রাষ্ট্রদূত ওয়েন পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্কে চলতে হবে ভারতের উচিত হাসিনাকে প্রকাশ্যে বিবৃতি দেয়ায় ‘নিষেধ’ করা সব চাপ উপেক্ষা করে জন-আকাক্সক্ষা পূরণের বার্তা নিয়ে ফিরলেন ডিসিরা

সকল