১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`
উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক শেষে ইসি মো: সানাউল্লাহ

স্থানীয় নয়, ইসি আগে জাতীয় নির্বাচনের পক্ষে

এটি হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন : প্রত্যাশা ইউএনডিপির
-


আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর বাইরে এ মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ। তিনি বলেন, ইসি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে না। কারণ এতে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সাথে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্যান্য কমিশনার ও ইসি সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় উন্নয়ন সহযোগীদের পক্ষে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নেতৃত্ব দেন। বৈঠকে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইইউ, তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে স্টেফান লিলার বলেন, তারা আশা করছেন, এটি হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার মো: সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয় এবং সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য হয় তাহলে ২০২৫ সালের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরে নিবাচন হবে। আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেয়া হয়, তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব। সানাউল্লাহ বলেন, কাছের তারিখটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান আগের মতোই।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, একটি প্রশ্ন এসেছিল, দুটো নির্বাচন একসাথে করা যায় কি না। এতে কেমন সময় লাগতে পারে, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসাথে করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব ক’টি স্থানীয় সরকারের নির্বাচন পাঁচ ধাপে করতে গেলে এক বছর সময় লেগে যায়। পুরোপুরি এভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে। তাই জাতীয় নির্বাচনই এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, তবে সেটা সেভাবেই বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত।
আরেক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠানের হবে, সে সিদ্ধান্তও নেবে সরকার। তখন ইসি বলতে পারবে, এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি না। তার আগে এটি বলা সম্ভব নয়।

বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সাংবাদিকদের বলেন, ইসি গত বছরের ডিসেম্বরে নির্বাচন সংক্রান্ত সহায়তা চেয়ে তাদের কাছে অনুরোধ জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের একটি দল জানুয়ারিতে দুই সপ্তাহ বাংলাদেশ সফর করে। জাতিসঙ্ঘ কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে তা ওই দলটি নির্ধারণ করে থাকে। লিলার বলেন, তারা নির্বাচন কমিশনকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করছেন। তারা আশা করছেন, এটি হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বিষয়। এখানে তাদের কিছু করণীয় নেই।
লিলার বলেন, মূল্যায়ন দলের সুপারিশের ভিত্তিতে জাতিসঙ্ঘ উন্নয়ন সহযোগীদের সাথে প্রাথমিক আলোচনা করেছে। সহায়তার ক্ষেত্রগুলোতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, ভোটার নিবন্ধন কার্যক্রম এবং ভোটার শিক্ষার প্রচার অন্তর্ভুক্ত রয়েছে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারে তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল