জামায়াত আমিরের সাথে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে গতকাল জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে তারা মতবিনিময় করেন। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, মতবিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং ভ্রাতৃপ্রতিম উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সেলর কামরান ধাংগল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
রাজশাহীতে যুব সমাবেশ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সম্ভাব্য প্রার্থী মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জীবন ও রক্ত দিয়ে জাতিকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব তাদের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে ব্যর্থ হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে।
সোমবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাসুদেবপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে হাসনাবাদ মাদরাসা মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ড. ওবাইদুল্লাহ্। এ ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুর রহমান, পৌর আমির গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতারা।
ঢাকা মহানগরী উত্তর : জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছে; তাই জামায়াতে ইসলামী এদেশের জন্য আল্লাহ তায়ালার বড় নিয়ামত বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াতের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। সোমবার রাতে তেজগাঁও দক্ষিণ থানার অস্থায়ী কার্যালয়ে হাতিরঝিল অঞ্চল জামায়াত আয়োজিত এক থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অঞ্চল পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু: আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি তেজগাঁও, উত্তর আমির হাফেজ আহসান উল্লাহ, হাতিরঝিল পশ্চিম আমির ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল আমির কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণ আমির আবু সাঈদ মণ্ডল ও হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা