১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`
শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রদান শুরু

বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয় : প্রধান উপদেষ্টা

-

-এ পর্যন্ত ৮৩৪ জন শহীদ গেজেটভুক্ত, আহতদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে
-শহীদরা ‘জুলাই শহীদ’ নামে এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচয়পত্র পাবেন
-প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবে
-আহতরা পরিচয়পত্রসহ এককালীন সহায়তা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা পাবেন


দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। গতকাল জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
গতকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি জুলাই শহীদ পরিবার ও সাতজন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রফেসর ড. ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা: মো: সায়েদুর রহমান। এ সময় তিনটি শহীদ পরিবারের সদস্য এবং তিনজন যোদ্ধা বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

প্রধান উপদেষ্টা বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যাবে না।
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতি, জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করতে হবে।’

সব হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হবে জানিয়ে ড. ইউনূস বলেন, আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাতটা থাকল কোথায়? আমরা অবিচারে নামব না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেয়ার মতো নয়, তাদের মানুষ করব।
তিনি আরো বলেন, ‘ভাই, এ দেশ আমরা একসাথে গড়ি, যে দেশ আমরা একসাথে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সে স্বপ্ন দেখ। এ দেশ আমার একার না, এ দেশ তোমারও। তুমি এ দেশের সন্তান, আমিও এ দেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছো। আমি তোমারে কষ্ট দেবো না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাব, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে। যারা অপরাধী নয়; তাদের সৎ পথে নিয়ে আসতে হবে।’
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদরা ‘জুলাই শহীদ’ নামে এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন এবং পরিচয়পত্র পাবেন। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা এবং আগামী ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ২০ লাখ টাকা সহায়তা দেয়া হবে। এর পাশাপাশি প্রতিটি শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

জুলাই যোদ্ধারা দু’টি মেডিক্যাল ক্যাটাগরিতে বিভক্ত : গুরুতর আহতদের ‘ক্যাটাগরি এ’ অনুযায়ী, এককালীন পাঁচ লাখ টাকা প্রদান করা হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দুই লাখ টাকা প্রদান করা হবে এবং ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) তিন লাখ টাকা প্রদান করা হবে। এর পাশাপাশি, গুরুতর আহত প্রত্যেক জুলাই যোদ্ধা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসাসুবিধা প্রাপ্ত হবেন ও মেডিক্যাল বোর্ডের সুপারিশে দেশী-বিদেশী হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। তারা কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন।
‘ক্যাটাগরি বি’ অনুযায়ী, জুলাই যোদ্ধাদের এককালীন তিন লাখ টাকা প্রদান করা হবে। এর মধ্যে ২০২৪-২৫ অথ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) এক লাখ টাকা প্রদান করা হবে। ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দুই লাখ টাকা প্রদান করা হবে। এর পাশাপাশি, মাসিক ১৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। এ ছাড়া তারা কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধা-সরকারি কর্মসংস্থান প্রাপ্য হবেন। জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান করা হবে। তারা পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন।

এখন পর্যন্ত জুলাই গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। এ ছাড়া আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি, আপনাদের আকাক্সক্ষা ছিল আরো আগেই আমরা প্রাতিষ্ঠানিক কাজগুলো করতে পারব। আমাদের আন্তরিকতার কমতি ছিল না। আমাদের প্রধান উপদেষ্টাসহ সরকারের প্রত্যেকে আপনাদের ন্যায্য সম্মাননা দেয়ার জন্য কাজ করেছেন। সঙ্কটকালীন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে, সে কারণে আপনাদের আকাক্সক্ষা অনুযায়ী সময়ে আমরা তা করতে পারিনি। এ কারণে আমি দুঃখ প্রকাশ করছি।’
বাংলাদেশে কানাডার কারখানা স্থানান্তরের আহ্বান : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সুযোগ কাজে লাগিয়ে দেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কানাডাকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন।

গতকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেনের সাথে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ‘বিদেশী বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি (এফআইপিএ)’ নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন কানাডিয়ান মন্ত্রী। তিনি বলেন, ‘এফআইপিএ স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়ীরা এতে উৎসাহিত হবেন এবং এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।’ প্রধান উপদেষ্টা বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানালে কানাডার মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থী ভিসার সংখ্যা কিছুটা কমিয়েছি, তবে বৈধ বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা সব সময় খোলা।’ প্রধান উপদেষ্টা কানাডাকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, ‘কানাডার একটি এলাকাকে ‘বেগম পাড়া’ বলা হয়, যেখানে দুর্নীতিবাজ ব্যক্তিদের পরিবার বসবাস করছে।’ আমরা ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, কারণ এটি সর্বত্র ছড়িয়ে পড়েছে।’ এ প্রসঙ্গে কানাডার মন্ত্রী বলেন, ‘আমরা দুর্নীতির অর্থ বা লুটপাট করা সরকারি টাকা কানাডায় রাখতে চাই না।’

বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির মন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি, বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি তাদের আশা ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।’ এ ছাড়া বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্কট নিয়ে আলোচনা হয়। এ সময় কানাডার হাইকমিশনার অজিত সিং এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার আহ্বান : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইওকে বাংলাদেশের পক্ষে কথা বলার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি পরিচালনা করছে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা কামনা করেন।

বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা সফরে এসে বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতির প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা বিদেশে পাচার করা কয়েক বিলিয়ন মার্কিন ডলার শনাক্ত করার এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার চুরি হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, আপনার সহায়তা আমাদের দরকার। এখানে কিছু বিশেষজ্ঞ পাঠান।
উত্তরে বিল উইন্টার্স স্ট্যান্ডার্ড চার্টার্ড তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বিশ্বব্যাপী বিশেষজ্ঞ দক্ষতার মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা বাস্তবায়নে সহায়তা করবে বলে আশ্বাস দেন।

 


আরো সংবাদ



premium cement
সরকারি দফতরের ডেভিলদের আগে ধরতে হবে : মির্জা আব্বাস বরিশালে ট্রলারচালকের লাশ উদ্ধার, গ্রেফতার ৬ অপারেশন ডেভিল হান্ট : নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেফতার ২ জামায়াত আমিরের সাথে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার ট্রেনে হামলা : মুক্তি পেলেন বিএনপির ৪৭ নেতা বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি পরিদর্শন করলেন সেনাপ্রধান কাল থেকে যাত্রা শুরু করছে দেশের নতুন ইকমার্স বেবিচক চেয়ারম্যানের সাথে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি আব্দুল মজিদ খান নাইন মার্ডার মামলায় কারাগারে নিরাপত্তা ঝুঁকিতে সাংবাদিকতা : ইউনেস্কো-নিউজ নেটওয়ার্ক কর্মশালায় বক্তারা ফরিদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৯

সকল