১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`
প্রধান উপদেষ্টার শোক

বিচারপতি আবদুর রউফ আর নেই

-


সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকাল ১০টায় ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিচারপতি রউফ দীর্ঘ দিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফের বাবা। দেশের বিশিষ্ট এই নাগরিকের ইন্তেকালে সরকার, আদালত, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরীর সহকারী প্রচার-মিডিয়া সম্পাদক আ: সাত্তার সুমন, বিশিষ্ট চিকিৎসক ডা: রুহুল আমিন প্রমুখ। জামায়াত সেক্রেটারি জেনারেল মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল বাদ আসর মহাখালী গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি, সাবেক এমপি মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং দেশের বিশিষ্ট আইনজীবী, বুুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন। আজ সোমবার বাদ জোহর জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ মাগরিব ময়মনসিংহের সদর থানার দাপুনিয়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোশটা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে আইন-ব্যবসায় নিয়োজিত হন তিনি। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ১৯৮২ সালের ২৯ জানুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। সরকার ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর তাকে বাংলাদেশের পঞ্চম সিইসি হিসেবে নিয়োগ দেয়। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন শেষে ওই বছরের জুনে হাইকোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ পান মো: আবদুর রউফ। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসরে যান। অবসর জীবনে তিনি নানা সামাজিক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন।
বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশুসংগঠন ফুলকুঁড়ির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রধান উপদেষ্টার শোক : সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার ক্ষেত্রে বিচারপতি রউফ বারবার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।’ ড. ইউনূস আরো বলেন, ‘বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অকান্ত পরিশ্রম করেছেন যা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
প্রধান বিচারপতির শোক : বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিচারপতি আবদুর রউফের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ আধাবেলা বন্ধ রাখা হয়। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বারিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা: হাসানুজ্জামানের স্বাক্ষর করা আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক বিচারপতি আবদুর রউফের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রোববার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রমসহ আপিল বিভাগের চেম্বার কোর্টের শুনানি কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইন উপদেষ্টার শোক : বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত আমিরের শোক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান শোকবাণীতে বলেন, আইন এবং আদালত অঙ্গনে তার দীর্ঘ আইনগত পেশা জীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একেবারেই বিরল। আমার জানা মতে সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরোয়া করেননি। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে আইনি সহযোগিতা প্রদান করেছেন। মজলুমানের পক্ষে তার এ লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মজলুমদের পক্ষ থেকে আমি তাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তিনি আরো বলেন, তিনি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ১৯৯১ সালে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছিলেন; যে নির্বাচন দেশ-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তার নিরপেক্ষতা, সততা ও যোগ্যতা ছিল প্রশ্নাতীত। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিজমের পর বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনালগ্নে তার মতো একজন প্রতিভাবান অভিভাবকের বড় প্রয়োজন ছিল। তার ইন্তেকালে জাতি একজন অত্যন্ত আদর্শবান, দেশপ্রেমিক, উদার গণতন্ত্রমনা, আইন বিশেষজ্ঞ, ন্যায়বিচারক ও একজন ইসলামী ব্যক্তিত্বকে হারালো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সব ভুলত্রুটি মাফ করে দিন, তার নেক আমলগুলো কবুল করুন এবং তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদের এ বিরাট শোক সহ্য করার তাওফিক দান করুন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক শোক বিবৃতিতে মরহুমের জাতীয় ও ধর্মীয় বিভিন্ন কর্মতৎপরতা স্মরণ করে বলেন, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ দেশ ও জাতির কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দেশের যেকোনো সঙ্কটে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। ’৯০ এর স্বৈরাচারের পতনের পর সিইসির দায়িত্ব গ্রহণ করে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধেও তার কণ্ঠ ছিল উচ্চকিত। তিনি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাকে মা করুন, চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন।
বাংলাদেশ লেবার পার্টি : গভীর শোক প্রকাশ ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
এনডিএফ : ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন এক বিবৃতিতে বিচারপতি রউফের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফুলকুঁড়ি আসর : জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। তিনি ২০০৩ সাল থেকে জীবনের শেষদিন পর্যন্ত প্রায় দুই যুগ ধরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ কল্যাণ পার্টি : বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মো: শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ বিচারপতি রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়াও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) পরিষদের সভাপতি এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকি ও সেক্রেটারি মাহবুব মুকুল বিচারপতি রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ১৬ জন গ্রেফতার রাজশাহীতে আ’লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ বেনজীর আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ হাছান মাহমুদের দুর্নীতি : পরিবারের ৭০টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকা লেনদেন আশুলিয়ায় দুই বাড়িতে আগুনে পুড়ল ৮ ঘর লেবাননে নতুন সরকার গঠনকে স্বাগত জাতিসঙ্ঘ মহাসচিবের মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উজিরপুরে নিখোঁজ ট্রলারচালকের সন্ধানে মানববন্ধন কালিহাতীতে বাসচাপায় নিহত ২ বাংলাদেশে কানাডার উৎপাদন কারখানা স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার

সকল